শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চীনের বিশ্বব্যাংকে বাংলাদেশের সদস্যপদ প্রত্যাখ্যান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৬

184993_1

ডেস্ক রিপোর্ট :

চীনের নেতৃত্বাধীন নতুন বিশ্বব্যাংক খ্যাত এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকে (এআইআইবি) বাংলাদেশের সদস্যপদের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। এই ব্যাংকের সদস্য পদের জন্য জাতীয় সংসদের অনুমোদন ছাড়া আবেদন করায় এমনটি ঘটেছে।

এই ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের সমর্থন থাকার পরেও গুরুত্ব না দিয়ে পদ্ধতিগত পদক্ষেপ না নেওয়ার জন্যই এই আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

গত ১৬ জানুয়ারি চীনের রাজধানী বেইজিংয়ে আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করে এআইআইবি। এর প্রথম বোর্ডসভায় যোগ দিতে বেইজিং সফর করেছিলেন অর্থমন্ত্রী।

গত সোমবার রাতে দেশে ফেরেন অর্থমন্ত্রী বলেন, জাতীয় সংসদের অনুসমর্থন (রেটিফিকেশন) নিতে না পারায় প্রতিষ্ঠাতা সদস্য হতে পারেনি বাংলাদেশ। তবে ইনটেন্ডিং সদস্য অবজারভার (পর্যবেক্ষক) হিসেবে রয়েছে। এতে ২০টি দেশ সদস্য হিসেবে রয়েছে।

মন্ত্রী বলেন, এক্ষেত্রে আমাদের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আরেকটু শক্তিশালী ও দক্ষ হলে আমরা সদস্যই হতে পারতাম। সংসদের রেটিফিকেশনের বিষয়টি আমাদের জানা ছিল না। তবে শিগগিরই বাংলাদেশ এর সদস্য হতে পারবে।

তিনি জানান, বাংলাদেশ এআইআইবির সদস্য হলে ব্যাংকটির পরিচালম-লীর সদস্য হতেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আসিফ-উজ-জামান ভ

মন্ত্রী বলেন, প্রথম সভায় বাংলাদেশকে অনেক সম্মান দেখানো হয়েছে। বাংলাদেশ সেখানে প্রশংসিত ও সম্মানিত হয়েছে।

এআইআইবি থেকে ঋণ পাওয়ার আশা করে অর্থমন্ত্রী বলেন, এরই মধ্যে তাদের অগ্রাধিকার তালিকা দেয়া হয়েছে। এসব প্রকল্পে বাংলাদেশ ৭ থেকে ৮ বিলিয়ন ডলার ঋণ নিতে পারবে। এক্ষেত্রে ঋণের গ্রেস পিরিয়ড হবে ৮ থেকে ১২ বছর। আর সুদহার হবে ১ থেকে ২ শতাংশ। ঋণ পরিশোধের সময়সীমা হবে ৩০ থেকে ৪০ বছর। এআইআইবির কাছ থেকে প্রথম ঋণ পাবে বাংলাদেশ। এক্ষেত্রে রেল ও সড়কের একটি প্রকল্পের প্রথম ঋণ পাওয়া যাবে। এ ব্যাংকটির প্রধান উদ্দেশ্যই হচ্ছে যোগাযোগ ও অবকাঠামো খাতের উন্নয়নে অর্থায়ন করা।

এআইআবির প্রতিষ্ঠাতা মোট ৫৭ দেশের সঙ্গে এ চুক্তিপত্রে স্বাক্ষর করছিল বাংলাদেশ। মোট দেশজ উৎপাদনকে (জিডিপি) ৬০ ভাগ এবং জিডিপির তুলনায় ক্রয়ক্ষমতার সক্ষমতাকে ৪০ ভাগ হিসেব করে বিভিন্ন দেশের অংশ নির্ধারণ করা হয়েছে। এ ভিত্তিতে এআইআইবিতে বাংলাদেশের শূন্য দশমিক ৬৭২৯ শতাং শেয়ার থাকার কথা ছিল। সে প্রেক্ষিতে বাংলাদেশের মূলধন হতো ৬৬ কোটি ৫ লাখ ডলার।

চুক্তি অনুযায়ী পরিশোধযোগ্য শেয়ার ২০ শতাংশের ভিত্তিতে বাংলাদেশকে ১৩ কোটি ২১ লাখ ডলার ৫টি সমপরিমাণ কিস্তি পরিশোধ করতে হতো। এ শেয়ারের ভিত্তিতে বাংলাদেশের মোট ভোটের পরিমাণ দাঁড়াতো ৯ হাজার ৬৩৫ যা মোট ভোটের শূন্য দশমিক ৮৩৪৮ শতাংশ।

কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে অবকাঠামো উন্নয়ন ও সংযোগ স্থাপনে ঋণ ও অর্থ সহায়তার জন্য গঠিত এআইআইবিতে বাংলাদেশ সদস্যপদ পায়নি।

মূলত বিশ্বব্যাংক ও এডিবির মাধ্যমে এশিয়ায় পশ্চিমাদের প্রভাব হ্রাস করতেই এ ব্যাংক গঠনের উদ্যোগ নেয় চীন। বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী প্রতিবছর উন্নয়নশীল দেশে অবকাঠামো খাতে বিনিয়োগের প্রয়োজন হচ্ছে প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার।

বিশ্লেষকরা বলছেন, সমপ্রতি জিডিপির আকারের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই চীন বড় অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। জাপানকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে চীন। তার পরেও যুক্তরাষ্ট্র কিম্বা জাপানের চেয়ে বিশ্বব্যাংক কিংবা আইএমএফএ নীতি নির্ধারণী পর্যায়ে পিছিয়ে রয়েছে চীন।

বিভিন্ন তথ্যে দেখা যায়, বিশ্বব্যাংকের সদস্য হওয়া সত্ত্বেও ভোট দেয়ার ক্ষমতার দিক থেকে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্যের থেকেও কম ক্ষমতা রয়েছে চীনের। বলতে গেলে দ্বিতীয়সারির ভোটার হওয়ায় বিশ্বব্যাংকে চীনের ক্ষমতা অনেক কম। অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংকে (এডিবি) চীনের মাত্র সাড়ে ৫ শতাংশ শেয়ার রয়েছে। যেখানে যুক্তরাষ্ট্রের রয়েছে ১৫ দশমিক ৭ শতাংশ, এবং জাপানের ১৪ দশমিক ৬ শতাংশ শেয়ার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) চীনের জন্য রয়েছে ৪ শতাংশ কোটা, যেখানে যুক্তরাষ্ট্রের ১৮ ভাগ।

সবমিলিয়ে বড় অর্থনীতির দেশ হওয়ার কারণে প্রতিবেশী দেশগুলোর সাথে অর্থনৈতিক উন্নয়নসহ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতেই এআইআইবি নিয়ে এগিয়ে যাচ্ছে চীন। এআইআইবির সবচেয়ে বেশি মূলধন চীনের ২৯ দশমিক ৮ শতাংশ। এছাড়া ভারতের ৮ দশমিক ৪, পাকিস্তানের ১ দশমিক ২ শতাংশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি