শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৫ বছর পর বিমানের ২৭২ কোটি টাকা লাভ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৬

RKMenon-400x287
ডেস্ক রিপোর্টঃ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিগত ৬ বছরের মধ্যে বাংলাদেশ বিমান ২০১৪-১৫ অর্থবছরে ২৭২ কোটি ২৩ লাখ টাকা লাভ করেছে। তিনি আজ সংসদে সরকারি দলের এম. আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে একথা বলেন। মন্ত্রী বলেন, পূর্ববর্তী ৫ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ার লাইনস ১ হাজার ৪৩৫ কোটি ৬৩ লাখ টাকা লোকসান দিয়েছে। রাশেদ খান মেনন বলেন, পূর্ববর্তী ৫ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ার লাইনস ২০০৯-১০ অর্থবছরে লোকসান দিয়েছে ৪৬ কোটি ২ লাখ টাকা, ২০১০-১১ অর্থবছরে লোকসান দিয়েছে ২২৪ কোটি ১৬ লাখ টাকা, ২০১১-১২ অর্থবছরে লোকসান দিয়েছে ৫৯৪ কোটি ২১ লাখ টাকা, ২০১২-১৩ অর্থবছরে লোকসান দিয়েছে ২৮৫ কোটি ৬১ লাখ টাকা লোকসান দিয়েছে এবং ২০১৩-১৪ অর্থবছরে ২৮৫ কোটি ৬১ লাখ টাকা লোকসান দিয়েছে। তিনি বলেন, পুরাতন উড়োজাহাজের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধি, যাত্রীর ভাড়া ও যাত্রী সংখ্যা কম এবং উড়োজাহাজের বীমা ব্যয় বৃদ্ধি ছিল বিমানে লোকসানের কারণ। তরিকত ফেডারেশনের এম এ আউয়ালের এক প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন, বর্তমানে ৭টি অভ্যন্তরীণ ও ১৫টি আন্তর্জাতিক গন্তব্যে বাংলাদেশ বিমানের সার্ভিস চালু রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি