বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ধীর গতির বিশ্ব অর্থনীতিতেও সাফল্য বাংলাদেশের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৬

garments-400x225
ডেস্ক রিপোর্টঃ

এশিয়া এক ধরনের সঙ্কট মুহূর্তে রয়েছে। প্রতিবেশিদের চেয়েও চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থরগতি সম্পন্ন। বিশেষ করে চীনের প্রযুক্তি পণ্যের চাহিদা কমে যাওয়ায় এশিয়ার ‘সাপ্লাই চেইন’ লড়াই করছে। পুরো অঞ্চলজুড়েই রফতানি অর্থনীতিতে অতিমন্দা চলছে। কিন্তু এর মধ্যেও বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মাসিক রপ্তানি রেকর্ড করা হয়েছে। এ প্রতিবেদন বিশ্ব বাণিজ্য বিষয়ক  একমাত্র ডিজিটাল পত্রিকা ‘কোয়ার্টজে’র।

ব্লুমবার্গ এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ২০১৫ সালের ডিসেম্বরে ৩.২ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি করে দেশের ইতিহাসে রেকর্ড করেছে। এদিকে বিশ্বব্যাংক বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির দেশ হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ ২০১৬ সালে ৬.৭ শতাংশ জিডিপি অর্জন করবে বলে ভবিষ্যতবাণী করেছে।

সুতরাং রহস্য কী হতে পারে? বিশ্বব্যাপি সস্তার জামাকাপড়ের ভীষণ চাহিদার ফলেই বাংলাদেশের পক্ষে মাসিক রেকর্ডে ২.৬৭ বিলিয়ন মার্কিন ডলার বা মোট রপ্তানির ৮৩ শতাংশ অর্জন করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। এর আগের অবস্থানে শুধুমাত্র চীন রয়েছে। বাংলাদেশ বেশিরভাগ পোশাকই ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে রপ্তানি করে থাকে। ইদানিং ব্যবসাও ভাল হয়েছে।

উদাহরণস্বরুপ যুক্তরাষ্ট্রের পোশাক আমাদানিকারকরা ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৫সালের নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে আমদানির পরিমাণ ১৬ শতাংশ বৃদ্ধি করেছে। বাংলাদেশের অন্যতম শীর্ষ ম্যানুফ্যাকচারিং কাস্টমার এইচঅ্যান্ডএম ক্রমবর্ধমানহারে তাদের আমদানির পরিমাণ অব্যাহত রেখেছে।

বাংলাদেশ বছরের পর বছর ধরে মোট রপ্তানি আয়ের বৃহত্তর অংশ পোশাক খাত থেকে অর্জন করছে। গত বছরে যার পরিমাণ ৮১.৭ শতাংশে পৌঁছেছে এবং পোশাক শিল্প বৃদ্ধি পাওয়ায় সার্বিকভাবে এর সাথে অর্থনীতিও চাঙ্গা হচ্ছে।

২০১৩ সালে প্রাণঘাতী রানা প্লাজা ধ্বসের পর বাংলাদেশের পোশাক প্রস্তুতকারকদের পুনরায় চাঙ্গা মনে হচ্ছে। তবে এখনও পর্যন্ত এখানে নৈতিক উদ্বেগ রয়েছে। বাংলাদেশের পোশাক শ্রমিকদের মজুরি অবিশ্বাস্যভাবে কম এবং অনেক কারখানা এখনও অনিরাপদ রয়ে গেছে। শ্রমিকরা অভিযোগ করলে প্রায়ই তারা হয়রানির শিকার হয়।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ যদি বাস্তবিকই উন্নতিলাভ করতে চায় তাহলে দেশের রপ্তানির বহুমুখীকরণ প্রয়োজন এবং ইলেক্ট্রোনিক্স পণ্যের মতো উচ্চমানের পণ্য রপ্তানিতে নজর দেয়া উচিত।

বাংলাদেশের প্রবৃদ্ধিতে ভিয়েতনাম অন্যতম চ্যালেঞ্জ হতে পারে। বিশ্বে পোশাক প্রস্তুতকরণে দেশটি অন্যতম শীর্ষ পর্যায়ে রয়েছে। চীনের সস্তা বিকল্প হিসেবে এর চাহিদা রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনামে তাৎপর্যপূর্ণভাবে মজুরি বৃদ্ধি করতে দেখা যায়। এমনকি যদিও গতবছরে দেশটিতে সর্বনি¤œ রপ্তানি প্রবৃদ্ধি দেখা গেছে কিন্তু এ বছরে তা সম্পূর্ণ ভিন্ন হতে পারে। যদি বড় ট্রান্সপ্যাসিফিক বাণিজ্য চুক্তি সম্পন্ন হয় তাহলে ভিয়েতনাম আমদানিকারক দেশ বিশেষ করে মার্কিন ব্রান্ডগুলোর জন্য আকর্ষণীয় স্পট হতে পারে। ভিয়েতনাম কর্মকর্তারা জানান, এমন ধরনের চুক্তি ২০ শতাংশ জুতা রপ্তানি বৃদ্ধি করতে সাহায্য করেছে।

বাংলাদেশ ২০২১সালে পোশাক রপ্তানির পরিমাণ দ্বিগুণ করার অভিপ্রায় ব্যক্ত করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি