শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘বিডিবিএল ব্যাংকিং খাতের খেলাপি ঋণের হার বাড়ছে’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৬

BDBL-Bank-07-newsnextbd-400x258
ডেস্ক রিপোর্টঃ

বছর শেষে বাংলাদেশ ডেভালাপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৩ শতাংশ। ২০১৪ সালে এ হার ছিল ৩৭ দশমিক ৩ শতাংশ।

এক বছরে বিডিবিএল ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৬ শতাংশ। বিডিবিএলসহ অন্যান্য কয়েকটি ব্যাংকের অতিরিক্ত খেলাপি ঋণের প্রভাব পড়ছে পুরো ব্যাংকিং খাতের উপর।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে বিডিবিএল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকটির চেয়ারম্যান ইয়াছিন আলী এ কথা বলেন। বক্তব্য রাখেন ব্যাংকটির পরিচালক মুস্তাক আহমেদ, আ. হানিফ খান ও এখলাছুর রহমান। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন বিডিবিএল ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান।

ব্যাংকের চেয়ারম্যান ইয়াছিন আলী বলেন, বিডিবিএল ভিন্ন দুটি ব্যাংকের সমন্বয়ে সৃষ্টি। আগে ব্যাংকদুটি চলতো বিভিন্ন গ্রান্ড ও সরকারের মূলধনে। সে সময় ব্যাংকিটর কর্মকর্তা-কর্মচারিদের যে মনোভঙ্গি ছিল এখনো রয়ে গেছে। বিডিবিএল এখন বাণিজ্যিক ব্যাংক। জনগণের আমানত নিয়ে বিনিয়োগ করে তা থেকে মুনাফা করতে হবে। এ জন্য ব্যাংকের ভবনভাড়া নির্ভর মুনাফা থেকে বের হয়ে কমিশন ও বিনিয়োগ নির্ভর মুনাফার  দিকে যেতে হবে।

তিনি বলেন, ব্যাংকটির দুর্নাম থেকে বের হতে হলে বোর্ডকে কাজ করতে দিতে হবে। এ জন্য ব্যাংকের সঠিক চিত্র বোর্ডের কাছে তুলে ধরতে হবে। ‘দায় সারা‘ ও ‘এড়িয়ে চলা’র মানসিকতা পরিহার করতে হবে। প্রকৃত চিত্র বোর্ডের কাছে উপস্থাপন করতে হবে। ব্যাংকটির এখন মূল ব্যবসা ট্রেজারি ও আন্তঃব্যাকিং। এ ব্যবসা ভাল নয়। এটা থেকে বের হয়ে আসতে হবে।

ঋণ দেয়ার সময় ঋণ গ্রহীতার মর্ডগেজের মান যথাযথভাবে নিরুপান করার আহবান জানান ব্যাংকের পরিচালক মুস্তাক আহমেদ। তিনি বলেন, ব্যাংকিটর মর্ডগেজ হিসাবে রক্ষিত সম্পদ আছে ১৯০০ কোটি টাকা। বর্তমান এর বাজার দাম  ৫০০ কোটি টাকা। ঋণ দেয়ার সময় সঠিক দায়িত্ব পালন করতে না পরার কারণে এ ধরনের অবস্থা সৃষ্টি তিনি উল্লেখ করেন।

আ. হানিফ বলেন, কোন প্রকল্পে ঋণ দেয়ার সময় উদ্যোক্তার লিকুইডিটি বিনিয়োগ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে। উদ্যোক্তার নিজস্ব বিনিয়োগ নিশ্চিত করতে না পারলে ঋণের টাকা দিয়ে ঋণের সুদ-কিস্তি শোধ করার চেষ্টা করবে।  তিনি বলেন, বিনিয়োগ করার সময় ওভার ফাইনান্সিং  শক্ত হাতে রোধ করতে হবে। তা না হলে ব্যাংকের টাকা নিয়ে অন্যত্র  স্থানান্তর করবে। সরকার উদেশ্য ব্যহত হবে।

ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান বলেন, হাজার কোটি টাকার মধ্যে ৩০০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। অতিরিক্ত তারল্য নিয়ে হাবু-ডুবু খাচ্ছি। খেলাপি ঋণ নিয়ে হাবু-ডুবু খাচ্ছি। এ জন্য ব্যাংক পর্ষদ ও কর্মকর্তাদের সহযোগিতা প্রযোজন। ঋণ দিতে না পাররার কারণে ভেতর বাহিরের সমস্যার কথা তিনি উল্লেখ করেন। ব্যাংক কর্মকর্তারা ঋণ নিয়ে গাড়ি কিনে ব্যাংকের কাজে কর্মকর্তারা ব্যবহার করছে না বলেও তিনি অভিযোগ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি