রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সিপিএলে আছে বাংলাদেশের ৭ ক্রিকেটার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৬

2015_12_22_17_46_30_UGzEBsWoLCTWy8UcjR5Cg0qkpMvYlv_original-400x225

স্পোর্টস ডেস্ক :

এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) ডাকছে বাংলাদেশের ৭ ক্রিকেটারকে। জুলাইয়ে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের জন্য বিদেশী খেলেয়াড়দের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সেখানে বাংলাদেশের সাতজন খেলোয়াড়ের নাম রয়েছে।

১১ ফেব্রুয়ারি ড্রাফটে তাদের যে কোনো দলে যাওয়ার সুযোগ থাকবে। বাংলাদেশি ৭ ক্রিকেটার হলেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহীম, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। এরমধ্যে সাকিব ও তামিমের এর আগে ক্যারিবিয়ান লীগে খেলার অভিজ্ঞতা আছে। ২০১৩ সালে সাকিব বার্বাডোস ট্রাইডেন্টসের এবং তামিম খেলেন লুসিয়া রজোকসের হয়ে। বিশ্বের সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে এক বছর আগেও বাংলাদেশিদের মধ্যে শুধু সাকিবের কদর ছিল। তবে ক্রমে সেটা বাড়ছে। এ বছরই বাংলাদেশি বেশ কয়েকজন খেলোয়াড় বিম্ভের বিভিন্ন টুর্নামেন্টে ডাক পেয়েছেন। ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) বাংলাদেশী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আগ থেকেই খেলছেন। ২০১৫থ১২থ২২থ১৭থ৪৬থ৩২থতরুরকহইগহ৩ৎঔুঈঅহহএইৎধাফফঃষএধড়০থড়ৎরমরহধষকলকাতা নাইট রাইডার্স তাকে এবারও রেখে দিয়েছে। টুর্নামেন্টের নবম আসরে আরও ৪ জন বাংলাদেশি এবার নিলামে উঠবেন। ৬ ফেব্রুয়ারি আইপিএলের নিলামে ভাগ্য নির্ধারিত হতে তামিম ইকবাল, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের। এছাড়া পাকিস্তান সুপার লীগের (পিএসএল) প্রথম আসরে খেলতে গেছেন বাংলাদেশর তিন ক্রিকেটটার- সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। মুস্তাফিজকেও কিনেছিল লাহোর কালান্দার্স। কিন্তু কাঁধের ইনজুরির কারণে তাকে খেলতে যাওয়ার অনুমতি দেয়নি বাংলাদশ ক্রিকেট বোর্ড (বিসিসিব)।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি