ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ সহযোগিতা চেয়েছেন এবং ইতোপূর্বে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পাশাপাশি সব ক্ষেত্রে ভারত শেখ হাসিনার সরকারকে সর্বাত্মক সমর্থন দেবে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। পাশাপাশি
ভারতের নয়াদিল্লীতে বৃহস্পতিবার নিজ কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
এ সময় তারা যোগাযোগ ও উপ-আঞ্চলিক বিদ্যুৎ প্রকল্পে কৌশলগত সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। বৈঠক চলাকালে ভারতের আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ সহযোগিতা বাড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন সুষমা স্বরাজ।
এছাড়াও গত বছরের জুন মাসে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকালে স্বাক্ষরিত বেশ কিছু চুক্তি বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন তারা।
সুষমা স্বরাজের সঙ্গে শাহরিয়ারের বৈঠকে দ্বিপক্ষীয় সব বিষয় বিশেষ করে আন্তঃযোগাযোগ, আন্তঃদেশীয় জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে আলোচনা হয়। তিস্তার জল বণ্টন চুক্তি ঝুলে থাকার মধ্যে এই বৈঠকে পানি সমস্যার সমাধান ‘শিগগিরই’ হবে বলে আশা প্রকাশ করা হয়।
সুষমা স্বরাজ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানিয়েছেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী হিন্দিতে ভাষান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। সন্ত্রাস মোকাবেলা নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে এই সফর করছেন শাহরিয়ার। বুধবার জয়পুরে এই সম্মেলন শেষ হয়েছে।