সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গোমতী নদীতে মাটি কাটার অপরাধে ৪ জনকে আটক করা হয় ও ১ লক্ষ টাকা জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৬

Untitled-1
ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা চানপুর ব্রীজের পাশে গোমতী নদীর বাধ সংলগ্ন এলাকায় মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারার বিধান লংঘনের দায়ে দুইটি ট্রাক্টর আটক করা হয় এবং এসময় ৪ জনকে আটক করা হয় ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। আদর্শ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এবং অফিসার ইন চার্জ, কোতয়ালী থানা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরার তিচনা ঊর্ধ্ব ভাঁজ থেকে উৎপন্ন হয়ে ত্রিপুরা রাজ্যের ভেতর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী গোমতী নদী। শীত মৌসুম এলে কুমিল্লায় এই নদীর দুই পাড়ের মাটি কাটা হয়। নদী তীরের অন্তত ৬০ কিলোমিটার এলাকায় দিন ও রাতে প্রকাশ্যে মাটি কাটা হয়। কাটা হয় বেড়িবাঁধও। এতে হুমকির মুখে পড়েছে গোমতী নদীর ওপর নির্মিত চানপুর ও বানাসুয়া সেতু। সেই সঙ্গে ঝুঁকির মধ্যে পড়েছে নদীর দুই তীরের হাজার হাজার মানুষ। ড্রেজার দিয়ে তুলে নেওয়া হচ্ছে নদীর বালু। অথচ জেলা প্রশাসন, পুলিশ ও পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।
গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিবির বাজার থেকে গোমতী নদীর ডান পাশের ৩২ দশমিক ৫ কিলোমিটার এবং বাঁ পাশের ৩১ দশমিক ২৫ কিলোমিটার এলাকার অন্তত অর্ধশত স্থান দিয়ে চলছে মাটি কাটার মহোৎসব। প্রতিদিন শত শত ট্রাক্টর দিয়ে নদীর বুকে এবং পাড়ের মাটি কেটে বিক্রি করা হচ্ছে ইটভাটা ও বসতবাড়িতে। গোমতীর শহররক্ষা বাঁধের মাটিও কাটতে দেখা গেছে। শহররক্ষা বাঁধ কেটে করা হয়েছে ট্রাক্টর যাওয়ার রাস্তা। ফলে এই বাঁধ পড়ছে হুমকির মুখে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুমিল্লা শহরের চাঁনপুর, ছত্রখিল, উজিরপুর, বানাসুয়া রেল সেতুর দুই পাড়ে, কাপ্তান বাজার, ভাটপাড়া, টিক্কারচর, মুরাদনগর উপজেলার কম্পানীগঞ্জ ও ত্রিশ ধামঘর রাজাখারচর, ভিংলাবাড়ি ও দক্ষিণ ত্রিশ মির্জানগর, জাহাপুর, দেবিদ্বারের জাফরগঞ্জ, বড় আলমপুর, বিনাইপাড়, বালিবাড়ি, ভিংলাবাড়ি অংশ এবং বুড়িচং উপজেলার কংশনগর ও পীরযাত্রাপুরের গোবিন্দপুর, রামপুরের একরের পর একর নদীর মাটি কেটে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, স্থানীয় ছত্রখিল পুলিশ ফাঁড়ির সামনের মাটি কাটা হয়েছে। এতে পুলিশ ফাঁড়িটি ভরা মৌসুমে ঝুঁকির মধ্যে পড়তে পারে।ট্রাক্টরচালক পালপাড়ার রমিজ উদ্দিন বলেন, ‘দিনে ১০-১২ বার মাটি নিতে পারি। প্রতি টিপে ৬০০ টাকা পাই। সবাইকে ম্যানেজ করেই তো ট্রাক্টর দিয়ে মাটি টানছি। টাকা দিতে হয়।’ কাকে টাকা দিতে হয়—এমন প্রশ্নের উত্তরে তিনি কিছু জানাতে রাজি হননি।
আরেক ট্রাক্টরচালক জসিম উদ্দিন বলেন, ‘স্থানীয় এমরান ব্রিকফিল্ডের জন্য তিনি মাটি নিয়ে যাচ্ছেন।’ কারা এই মাটি বিক্রি করছে তা তিনি জানেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, গোমতীর দুই পাড়ের অন্তত অর্ধশত স্থানে অর্ধশত প্রভাবশালী ব্যক্তি এই মাটি বেচাকেনায় জড়িত। চরের জমি কারো কারো নামে রয়েছে। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, প্রশাসন ও পুলিশের লোকও এই মাটি বিক্রির সুবিধাভোগী।
আক্ষেপ করে রত্নবতীর যুবক জাহিদুল ইসলাম বলেন, ‘সৌন্দর্যমণ্ডিত গোমতী আজ শ্রীহীন। এগুলো দেখার কেউ নেই। পুরো একটি নদী লুটে নেওয়া হচ্ছে। বেড়িবাঁধ কেটে নেওয়া হচ্ছে। নদীর বালু ড্রেজার দিয়ে তুলে নেওয়া হচ্ছে। নদীর পানি যখন বাড়বে তখন নদীর পাড় ভেঙে প্লাবিত হবে দুই তীরের মানুষ। কারো কিচ্ছু করার নেই। এ কোন দেশে বসবাস করছি আমরা?’
নদী-তীরবর্তী উজিরপুরের আবদুল মান্নান বলেন, ‘সব মহলকে ম্যানেজ করেই তো চলছে এই লুট। দুই-তিনটা ট্রাক্টর ধরে আর টাকা নিয়ে ছেড়ে দেয়। এই নাটকই তো চলছে।’
স্থানীয় কৃষক আবুল হাসেম বলেন, ‘গোমতীর মাটি তুলে গজব করছে। কোনো ফসল যে করব তার কোনো ব্যবস্থা নেই। কেউ ডাক দোহাই দেয় না। প্রশাসনও না। দিলে কি পুরা নদী খাইয়া লাইত?’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লার সভাপতি ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘গোমতী নদীর মাটি ও বালু যেভাবে কেটে নেওয়া হয়েছে, তাতে কুমিল্লা শহর চরম হুমকির মধ্যে আছে। নদীতে জমাট বাঁধা মাটি যেমন কেটে নেওয়া হয়েছে, তেমনি পুরনো চরের সব মাটি কেটে নেওয়া হয়েছে। এতে নদীর পানির স্রোতধারা বদলে কোন দিকে যে যাচ্ছে তার ঠিক নেই। চরম একটি বিপদের মুখে পড়তে যাচ্ছে নদীর দুই পাড় ও কুমিল্লা শহরের মানুষ।’
প্রশাসন সূত্র জানায়, গত ১৭ জানুয়ারি নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ তালুকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনা আইনে দুজনকে আটক করে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা প্রদান করলে আরো এক মাসের কারাদণ্ড প্রদান করে তাদের জেলহাজতে পাঠানো হয়।
কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট ফিরোজ আল মামুন বলেন, ‘গত ৩১ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি ট্রাক্টর জব্দ করে নিয়ে এসেছি। নিয়মিতভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’
কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) হাসানুজ্জামান কল্লোল বলেন, ‘আমরা প্রায়ই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এর মধ্যে বেশ কয়েকজনের জেল-জরিমানা হয়েছে। কিন্তু মাটি কাটা বন্ধ হয়নি। আমরা মূল লোকটাকে চিহ্নিত করে ব্যবস্থা নেব।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি