সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি লোটাস কামাল ও সাধারণ সম্পাদক মুজিব


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৬

lotus-kamal 2 md mazibul hoque_1100

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা (দ.) জেলা আ’লীগের বর্ধিত সভার আড়ালেই অনুষ্ঠিত হল সম্মেলন । দীর্ঘ ২২ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে জেলা দক্ষিণ আ’লীগের সভাপতি হিসেবে আ হ ম মুস্তফা কামালকে (লোটাস কামাল) ও সাধারণ সম্পাদক হিসেবে রেলপথমন্ত্রী মুজিবুল হকের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারী) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই ডিগ্রী কলেজে অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সম্মেলনে কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এ কমিটি ঘোষনা করেন। কমিটির বাকি সদস্যের নাম আগামি ১৫ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে ঘোষনা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, ২২ বছর আগে ১৯৯৪ সালে কুমিল্লা জেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। মেয়াদ শেষ হওয়ার অনেক পর ২০০২ সালে লোটাস কামালকে আহ্বায়ক করে বর্তমান আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল । এ কমিটিও দীর্ঘ দিন ধরে সম্মেলন করতে পারেনি। আহ্বায়ক কমিটির সদস্যের কোটাও পূরণ করতে পারেননি। ১৯৯৪ সালের পর থেকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা আর সম্মেলনের মুখ দেখেনি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, কেন্দ্রিয় সদস্য আবদুর রহমান এমপি, ফ ম ওবায়দুল মুক্তাধির চৌধুরী এমপি, সুজিত রায় নন্দীসহ কেন্দ্রিয় সিনিয়র নেতৃবৃন্দ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি