রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » দিলনাঁশি মোহসেন রোটারী ডিষ্ট্রিক্ট কুমিল্লা ৩২৮২ এর গভর্নর নির্বাচিত, সদর সাংসদ বাহারের অভিনন্দন


দিলনাঁশি মোহসেন রোটারী ডিষ্ট্রিক্ট কুমিল্লা ৩২৮২ এর গভর্নর নির্বাচিত, সদর সাংসদ বাহারের অভিনন্দন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৬

DSC_0026
কক্সবাজার থেকে দেলোয়ার হোসেন জাকিরঃ
দিলনাঁশি মোহসেন রোটারী ক্লাব কুমিল্লা ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর গভর্নর নির্বাচিত হয়েছেন। শনিবার কক্সবাজার থ্রি-স্টার হোটেল লং-বীচ এ রোটারী ক্লাব ৩২৮২ এর ৩২ টি জেলার ১৭৬ জন ডেলিগেটের ভোটে ৮২ ভোট পেয়ে দিলনাশি মোহসেন ২০১৮-১৯ সালের জন্য ডিষ্ট্রিক গভর্নর নির্বাচিত হয়েছেন। বিজয়ী দিলনাশি মোহসেনকে কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার অভিনন্দন জানিয়েছেন।

২ প্রতিদ্বন্দ্বী আবু আজমল পাঠান ও ইঞ্জিনিয়ার আলী আশরাফের সাথে নির্বাচিত হন দিলনাশি মোহসেন। দিলনাশি মোহসেন রোটারী ক্লাব ৩২৮২ এর প্রথম ও বাংলাদেশের দ্বিতীয় নারী গভর্নর। রোটারী ক্লাব অব কুমিল্লা লালমাই ক্লাবের আবু আজমল পাঠান পেয়েছেন ৬৬ ভোট ও রোটারী ক্লাব চট্টগ্রাম ইসলামাবাদের ইঞ্জিনিয়ার আলী আশরাফ পেয়েছেন ২৪ ভোট। রোটারী ক্লাবের এবারের ডিষ্ট্রিক কনফারেন্স কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। ২০১৮-১৯ সালের জন্য রোটারী ক্লাব অব কুমিল্লার আর আই ৩২৮২ ডিষ্ট্রিক গভর্নর নির্বাচনে রেজিষ্ট্রেশন করে ১ হাজার ৮০ জন প্রতিনিধি কন্ফারেন্সে অংশ নেন। শুক্রবার কন্ফারেন্স অনুষ্ঠিত হয়। শনিবার হয় ভোট গ্রহন। ডিষ্ট্রিক গভর্নর নির্বাচনে শনিবার বেলা ১২ ঘটিকা থেকে ৩ ঘটিকা পর্যন্ত ডেলিগেটরা ভোট প্রদান করেন। শনিবার কন্ফারেন্সের সমাপনি অনুষ্ঠানে নির্বচনের ফলাফল ঘোষনা করেন রোটারী ক্লাব ডিষ্ট্রিক ৩২৮২ এর প্রাক্তন গভর্নর আব্দুল আওয়াল। সন্ধায় অনুষ্ঠানের সমাপনি গোষনা করেন কন্ফারেন্স চেয়ারম্যান পাস্ট ডিষ্ট্রিক গভর্নর এস এম আবু তৈয়ব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি