সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা জেলা রোভার স্কাউটস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৬

comilla rover scout-pic-7.2.16

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে জেলা রোভার স্কাউটস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারী) বিকেলে কুমিল্লা নগরীর স্টেডিয়াম সড়কে কুমিল্লা জিলা স্কুলের বিপরীত পার্শ্বে এ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল।

অতি: জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আজিজুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডি.ডি.এলজি এ.কে.এম মামুনুর রশিদ, অতি:জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান তালুকদার, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের যুগ্ম সম্পাদক খান মাঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলার সম্পাদক আব্দুল আউয়াল ভূইঁয়া প্রমুখ।

ভবনের ভিত্তি প্রস্তরের সহায়তায় ৫ টন টি.আর বরাদ্দ দেন কুমিল্লা জেলা প্রশাসন। এছাড়া নির্মাণ কাজের সহায়তার জন্য ১ শত ব্যাগ সিমেন্ট দান করেন কুমিল্লা মডেল কলেজের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি