মিয়ানমারে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৪ সেনা মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বুধবার বিমানটি রাজধানী নাইপিদো থেকে উড়ে যাবার পরপরই বিধ্বস্ত হয়।
বিচক্রাফট যাত্রীবাহী বিমানটি বিমানবন্দরের কাছেই একটি কৃষি জমিতে বিধ্বস্ত হয়। বিমানটিতে ৫ জন ক্রু ছিল। এটি রুটিন টহল দিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে এএফপি’র এক সংবা“াতা বলেন, দুর্ঘটনাস্থলে কয়েকশ কৌতূহলী মানুষ জড়ো হয়েছে। কর্মকর্তারা আগুন নেভাতে ও বিমানটির ধ্বংসস্তূপ উদ্ধার করতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।
রাজধানীতে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই ঘটনায় ৪ জন নিহত হয়েছে। বিমানটির একজন আরোহী জীবিত রয়েছে বলে আমরা ধারণা করছি। বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, বিমানটি রানওয়ে থেকে শূন্যে উঠার পরপরই বিধ্বস্ত হয়।