সিয়াচেনে তুষার ধসের খবর পাওয়ার পর আমাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছিল। আমরা তো সব আশা ছেড়ে দিয়েছিলাম। আমার দেড় বছরের মেয়ে রয়েছে। কী করব, ভেবে পাচ্ছিলাম না। শেষপর্যন্ত স্বামীকে জীবিত অবস্থায় উদ্ধারের খবরে আমরা স্বস্তি পেয়েছি। টানা ছ’দিন ৩৫ ফুট বরফের নীচে চাপা পড়ে থাকা ল্যান্সনায়েক হনুমন্থাপ্পা কোপ্পাড়কে জীবিত উদ্ধারের পর কথাগুলো বলেছেন তার স্ত্রী মহাদেবী।
তিনি বলেন, যেভাবে ১৯ হাজার ৬০০ ফুট উচ্চতায় হিমাঙ্কের ৪৫ ডিগ্রি নিচে থাকা তাপমাত্রায় ৬ দিন কাটানোর পরও হনুমন্থাপ্পা জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে তা রীতিমতো অলৌকিক। ‘এটা আমাদের সকলেরই পুনর্জন্ম’।
কর্নাটকের ধারওয়াড় জেলার কু-াগোল তালুকের বেদাদুর গ্রামের বাসিন্দা মহাদেবী আরো বলেন, স্বামীর জীবনে অনুপ্রেরণা তাঁর ঠাকুমা। ঠাকুমার প্রার্থনাই হনুমন্থাপ্পাকে সিয়াচেনে ওই পরিবেশেও বাঁচিয়ে রেখেছিল।
মহাদেবী জানিয়েছেন, সিয়াচেনে দুর্ঘটনার খবর শুনে তাঁদের পরিবার এক দুঃসহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। কিন্তু এখন তাঁর স্বামীকে জীবিত অবস্থায় উদ্ধারের খবরে পরিবারের কাছে স্বস্তি ফিরে এসেছে।
হাসপাতালে হনুমান্থাপ্পাকে দেখতে যাওয়ার ক্ষেত্রে তাঁর এক ভাইকে সহায়তা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীও হাসপাতালে গিয়ে হনুমান্থাপ্পাকে দেখেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।