আল-কায়দার সাথে সংযুক্ত একটি জঙ্গি সংগঠন দাবি করেছে আল-কায়দা সংগঠনটি পরিচালনা করছে একজন অষ্ট্রেলিয়ান ডাক্তার এবং তার স্ত্রী, গতমাসে যাদের বুর্কিনা ফাসো থেকে অপহরণ করা হয়েছিল। এবং আল-মরাবিতন এর একটি অডিও বার্তায় বলা হয় অপহরণকারীরা অষ্ট্রেলিয়ার ডাক্তারের স্ত্রীকে মুক্তি দেয় এবং বলে তাদের যুদ্ধে কোন নারী তাদের লক্ষ্য নয়। খবর-সিএনএন
এদিকে সিএনএন সংগঠনটির এই দাবিকে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানায়।
বুর্কিনাব এর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবরের তথ্য অনুযায়ী, এই দম্পতি মালি সীমান্তের কাছাকাছি দিবো এর উত্তরাঞ্চলীয় শহরের একটি স্থানীয় ক্লিনিকে কাজ করতেন।
এদিকে, অষ্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তর এবং বাণিজ্য বিভাগের একজন মুখপাত্র বলেন, এটি তাদের জন্য একটি সতর্ক বার্তা। তিনি বলেন ” তাদের এই কঠিন সময়ে আমরা তাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি এবং তাদের নিরাপত্তা ও সুযোগ সুবিধার দিকে কড়া নজর রাখছি।” তিনি আরো বলেন, ”তাদের পরিবার সরকারের কাছে নিরাপত্তা দাবি করেছে ”।
এদিকে, বুর্কিনাব এর প্রেসিডেন্ট ১৬ জানুয়ারিতে জাতীয় টেলিভিশনে তার এক বক্তব্যে একটি সন্ত্রাসী হামলার কথা উল্ল্যেখ করেছেন যেটি ওই দিন রাজধানী তোগে তে সংঘঠিত হয়েছিল। এসময় প্রেসিডেন্ট বলেন, তিনি এই দম্পতি কে খুঁজে বের করার জন্যও তিনি আদেশ দিয়েছেন।
আল-মরাবিতন তোগো হামলা যেখানে ২৯ জনের মৃত্যু হয়েছে এবং আরো দুইটি স্থানের হামলাসহ বিলাসবহুল হোটেলের হামলার দায় স্বীকার করেছে।
আল-মরাবিতন সংগঠনটি নভেম্বরে মালির রেডিসন ব্লু হোটেলে হামলার যেখানে ২২ জনের মৃত্যু হয়েছে তার সাথে সম্পৃক্ততার কথা জানা গেছে।
‘আল-মরাবিতন ইসলামিক মাগরেব’ যেটি আল-কায়দার সাথে সংযুক্ত একটি জঙ্গি সংগঠন