রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গোমতির তীরে উজাড় হচ্ছে মাটি!


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৬

Top-Soil-01_0004
নিজস্ব প্রতিবেদ :

মাটি ব্যবসায়ীদের কর্মযজ্ঞে মেতে আছে কুমিল্লার গোমতিনদীর দূর্গাপুর ইউনিয়নের আলেকার চর কামারখাড়া এলাকা। প্রতিনিয়ত মাটি কেটে নেয়া হচ্ছে নদীর পাড় থেকে। তৈরি করা হচ্ছে ঁবাঁধ কেটে রাস্তা। এতে করে বর্ষার মৌসুমে নদীর পাড় ধসে পড়ার সঙ্গে সঙ্গে নদীর গতিপথও বদলে যেতে পারে। স্থানীয়দের অভিযোগ- ‘আমরা সব সময় আতঙ্কে থাকি, কখন বাঁধ ভেঙে পড়ে।’ তারা আরও বলেন, প্রশাসনের নাকের ডগায় বাঁধ কাটার উৎসব চলে।

এদিকে, জেলাপ্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন, আমরা তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। আশাকরি আমরা খুব অল্পসময়ের মধ্যে এই অবৈধ দখল বন্ধ করতে পারবো।

এ ছাড়াও মাটি কাটা বন্ধ করে গোমতির তীরে একটা পর্যটক কেন্দ্র করার দাবিও জানান অনেকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি