সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


থেমে গেল ফাইনাল খেলার স্বপ্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৬

zakir-miraz-400x266
ডেস্ক রিপোর্টঃ

স্বপ্নের ফাইনালে খেলা হলো না বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে থেমে গেল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন। সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

বৃহস্পতিবার মিরপুরে আগে ব্যাট করতে নেমে মিরাজের ৬০ রানের কার্যকরী ইনিংসে শেষ বলে অলআউট হওয়ার আগে ২২৬ রান করে বাংলাদেশ।

২২৭ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে উড়ন্ত সূচনাই এনে দিয়েছিলেন গিডরন পোপ ও টেভিন ইমলাখ। দুজন মিলে ৩ ওভারেই তোলেন ৩১ রান। যেখানে পোপই ছিলেন বেশি আক্রমণাত্মক। তবে ইনিংসের পঞ্চম ওভারে ইমলাখকে (১৪) এলবিডব্লিউ করে ৪৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ব্যাট হাতে আলো ছড়ানো মিরাজ।

নিজের পরের ওভারে এসে বিধ্বংসী হয়ে ওঠা পোপকেও সাজঘরের পথ দেখান বাংলাদেশ অধিনায়ক। আগের বলেই মিরাজকে ছক্কা মেরেছিলেন পোপ। তাকে বোল্ড করে তাই মিরাজের উল্লাস ছিল বাঁধন হারা। ২৫ বলে ২ ছক্কা ও ৫ চারে ৩৮ রান করেন পোপ। অবশ্য সালেহ আহমেদ শাওন ক্যাচ না ছাড়লে ব্যক্তিগত ২৩ রানেই ফিরে যেতে পারতেন এই বাঁহাতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি