শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অতিরিক্ত পর্যটক পরিবেশের জন্য ঝুঁকি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০১৬

porjoton-p
ডেস্ক রিপোর্টঃ

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নিয়ন্ত্রণহীনভাবে চলছে পর্যটকবাহী জাহাজ। ঝুঁকি নিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের পাশাপাশি ও টিকেটের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ রয়েছে জাহাজগুলোর বিরুদ্ধে। এতে পর্যটকদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। অবশ্য জেলা প্রশাসন বলছে, অতিরিক্ত যাত্রী পরিবহনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের মাঝের এ দ্বীপ নিয়ে পর্যটকদের আকর্ষণের কোন শেষ নেই। তাই প্রতিনিয়ত দ্বীপে ছুটে যান পর্যটকরা। এসব পর্যটকদের বহন করতে পর্যটন মৌসুমে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে যাতায়াত করে ৬টি জাহাজ। এসব জাহাজের মোট ধারণ ক্ষমতা অনুযায়ী প্রতিদিন সেন্টমার্টিনে যাওয়ার কথা ১৮শ’ পর্যটকের। কিন্তু বর্তমানে প্রতিদিন গড়ে পর্যটক যাচ্ছে ৫ হাজারের বেশি। অতিরিক্ত যাত্রী বহনের কারণে সমুদ্র পথে যেমন রয়েছে ঝুঁকি, তেমনি পর্যটকদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে।

এক যাত্রী বলেন, ‘ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী বহন করে এরা। তার পরেও ভাড়া অনেক বেশি। ৩শ’ জনের জায়গায় ৪শ’থেকে ৫শ’ মানুষ জাহাজে চড়ে যেটা অনেক বিপদজনক’।

এসব অভিযোগের ব্যাপারে কথা বলতে গেলে জাহাজ কর্তৃপক্ষের অনেকই সটকে পড়েন। আবার কেউ কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজী নন। অবশ্য একটি জাহাজের কর্মকর্তা অতিরিক্ত যাত্রী বহনকে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাদের চাওয়া বলে দাবি করেন।

এলসিটি কাজলের ইনচার্জ মোহাম্মদ জামশেদ বলেন, ‘লোকাল কিছু রোকজন আছে এরা অনুরোধ করে, বিজিবি অনুরোধ করে, অনেকে উপজেলার রেফারেঞ্জ দেয় সেক্ষেত্রে আমরা  মেহমানদারি স্বরুপ কিছু প্লাস্টিকের চেয়ার দিয়ে থাকি’।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ‘আমরা উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি কোন ধারণ ক্ষমতার অতিরিক্ত কোন যাত্রী যাতে কেউ পরিবহন করতে না পারে। অতিরিক্ত যাত্রী বহন করা জাহাজের কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’।

পর্যটকদের আকর্ষণে দ্বীপের সৌন্দর্য যেমন মুগ্ধকর, তেমনি দ্বীপে অতিরিক্ত পর্যটকও পরিবেশের জন্য ঝুঁকি। তাই জাহাজের অতিরিক্ত যাত্রী বহন নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ার পরামর্শ পরিবেশবিদদের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি