শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


২০ দেশের জাতীয় সঙ্গীত গাইতে পারে আর্য


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০১৬

arjya
ডেস্ক রিপোর্টঃ

বিশ্বের ২০টি দেশের জাতীয় সঙ্গীত গাইতে পারে তৃতীয় শ্রেণির ছাত্র ও শিশুশিল্পী আর্য আয়ুষ্মান আলী। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, সৌদি আরব, সিঙ্গাপুর, ফ্রান্স, কলাম্বিয়া, নাইজেরিয়া, কানাডা, জাপান, জার্মানি, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আমেরিকা, রাশিয়া, ফিলিস্তিন, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশের জাতীয় সঙ্গীত সুন্দর উচ্চারণে হুবহু গাইতে জানে সে।

এর মধ্যে যেসব দেশের জাতীয় সঙ্গীত একাধিক ভার্সনে রয়েছে সবগুলোও সে শিখেছে। তবে ২০ দেশের জাতীয় সঙ্গীত শিখেই থেমে নেই আর্য। বিশ্বের অন্যান্য দেশের জাতীয় সঙ্গীত শেখার সাধনা তার অব্যাহত রয়েছে।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও নাট্য ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকি হলেন আর্যর বাবা। মিরপুর চেতনা মডেল একাডেমির তৃতীয় শ্রেণিকে পড়ে আর্য।

লিয়াকত আলী লাকী বলে, ‘ফিলিস্তিনসহ বিভিন্ন দেশে শিশুদের ওপর নির্যাতন ও হত্যা আর্যকে পীড়া দেয়। সে জানতে চায়, কেনও শিশুদের হত্যা করা হয়?’

তিনি বলেন, ‘সব শিশুই অসাধারণ শক্তি নিয়ে জন্মে। আর্যরও তেমন একটি অসাধারণ শক্তি আছে। সে শক্তির গুণেই আর্যর মতো শিশুরা বিশ্বটাকে সুন্দরভাবে দেখতে চায়। কিন্তু আমাদের মতো মানুষেরা শিশুদের মতো করে ভাবে না বলেই আর্যর মতো শিশুরা নির্যাতিত শিশুদের কথা ভাবে।’

তিনি বলেন, আর্য শুধু গাইতেই পারে না, অভিনয়ও জানে। বেশকিছু মঞ্চ নাটকে সে অভিনয় করেছে। এর মধ্যে ‘ডাকঘর’, ‘চ-ালিকা’ ও সত্য-মিথ্যা উল্লেখযোগ্য।

আর্য তার সাফল্য প্রসঙ্গে জানায়, সে সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীর ১৯৬টি দেশের জাতীয় সঙ্গীত শিখবে। বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষা সে বোঝে। নেট থেকে ইংরেজিতে সাব-টাইটেল দেওয়া গানগুলো সে খুঁজে বের করে, তারপর সেই সাব-টাইটেল দেখে গানের কথাগুলো বুঝে ও শেখে।

কিভাবে জাতীয় সঙ্গীত শেখার আগ্রহ সৃষ্টি হলো সে প্রসঙ্গে আর্য জানায়, প্রায় ২ বছর আগে একদিন বৃষ্টি হচ্ছিল বলে বাইরে খেলতে যেতে পারছিল না। তখন ভিডিও গেম খেলতেও ইচ্ছে করছিল না। সুন্দর একটা গান শুনবে ভেবে কম্পিউটারের সামনে সে বসে। পরে বিদেশি কোনও গান শেখার তার আগ্রহ হলো। কিন্তু বিদেশি কোনও গানের নাম তার জানা ছিল না। তখন জাতীয় সঙ্গীত লিখে সে গুগলে সার্চ দেয়। প্রথমে সৌদি আরবের জাতীয় সঙ্গীত শুনে। তারপর একে একে বেশ কয়েকটি দেশের জাতীয় সঙ্গীত শোনে। এর মধ্যে বেশ কয়েকটি তার খুব ভালো লাগে। শুনতে শুনতে প্রথমে সৌদি আরবের জাতীয় সঙ্গীত সে শিখে ফেলে। নিজের ইচ্ছায় একে একে ৭টি দেশের জাতীয় সঙ্গীত তার দ্রুত শেখা হয়ে যায়।

আর্য আরও জানায়, ৭টি দেশের জাতীয় সঙ্গীত শেখার পর সবাই যখন খুব প্রশংসা করতে শুরু করে। তখন তার আত্মবিশ্বাস আরও বেড়ে যায় এবং সে আরও শিখতে শুরু করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি