সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » ৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেতন কাঠামোর অসঙ্গতি দূর হয়নি নয় মাসেও


৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেতন কাঠামোর অসঙ্গতি দূর হয়নি নয় মাসেও


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৬

20160111041234_110288_pb_111977-400x282
ডেস্ক রিপোর্টঃ

নয় মাস পেরিয়ে দেশে পৌঁছালেও এখন পর্যন্ত দেশের ৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অষ্টম জাতীয় বেতন কাঠামোর অসঙ্গতি দূর হয়নি। এ আন্দোলন নিয়ে প্রথম থেকেই শিক্ষককেরা বলে আসছেন তাদের সাথে প্রধানমন্ত্রীর পাঁচ মিনিট সাক্ষাৎকারের সময় দিলে এ সমস্যা সমাধান হবে যাবে। কিন্ত সেই সাক্ষাৎ পেলেও, এতদিন পেরিয়ে যাবার পরও এখনও কোনো সমাধান আসেনি।

গত বছরের মে মাস থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেরা তাদের বেতন বৈষম্য নিয়ে আন্দোলন করে আসছেন। কর্মসূচি দিচ্ছেন, কঠোর কর্মসূচিতে যাবেন বলেন জানাচ্ছেন। এমনিভাবে কয়েক মাস পেরিয়ে যাবার পর চলতি বছরের ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মসূতিতে যান শিক্ষককেরা। এ বিষয়টি মিডিয়াতে বিভিন্ন সময়ে আলোচিত হলে সরকার পক্ষ থেকে সাড়া পাবার পর তারা (শিক্ষকরা) ১৯ জানুয়ারি শিক্ষকদের আন্দোলন স্থগিত, প্রত্যাহার নয় বলে সাংবাদ সম্মেলনে ঘোষণা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সেই সম্মেলনে ৩ ফেব্র“য়ারি পর্যন্ত সরকার পক্ষকে সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যে আমাদের দাবি মেনে না নিলে পরবর্তীতে আবার কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। কিন্ত এর মধ্যেও দাবি মেনে না নিলে, ৪ ফেব্র“য়ারি সম্মেলন ডেকে শিক্ষককেরা আবার ২৩ ফেব্র“য়ারি পর্যন্ত সময় দেন। সেই সময় শেষ হতে আর বাকি একদিন। কিন্ত এর মধ্যেও এখনও সরকার পক্ষ থেকে কোনো প্রকার সাড়া পাওয়া না গেলেও আমার মনে হচ্ছে তারা (সরকার পক্ষ) ইতিবাচক দিকে এগোচ্ছেন বলে জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব।

এ মহাসচিব আরও জানান, সরকারের পক্ষ থেকে সাড়া তো আছেই। বেতন বৈষম্য নিরসন কমিটির সাথে একটা বৈঠক হবার মাধ্যমে এটি সমাধান হবার কথা। ২৩ ফেব্রুয়ারির মধ্যে এই সমস্যাটা সমাধানের জন্য আমরা একটা সময়সীমার কথা বলছি। তা এখনও সে বিষয়ে কোনো চূড়ান্ত কোনো নিষ্পতি হয়নি। এর মধ্যে না হলে আমরা ফেডারেশনের আর একটি সাধারণ সভা করব।

এ সময়ের মধ্যে যদি সমাধান না হয়, তাহলে আপনারা কি সিদ্ধান্তে যাবেন বলে মনে করছেন? এমন প্রশ্নে তিনি বলেন, এর মধ্যে এখনও সময় আছে। এখনও কি করে। তবে এ সময়ে আমরা অনেক আলোচনা করেছি। তো একটা সমাধান হয়ে যাবে। এটা সমাধান হবার পথে। একটু সময় লাগবে হয়তো।

আপনারা প্রথম থেকে বলে আসছেন প্রধানমন্ত্রীর সাথে পাঁচ মিনিট বসতে পারলে সমস্যা সমাধান হয়ে যাবে? এর উত্তরে বলেন, না তাই তো। তার (প্রধানমন্ত্রীর) সাথে বসার পর থেকে সমস্যা সমাধানের দিকে এগোচ্ছে। এটা শুধু বসার প্রয়োজন ছিল।

উল্লেখ্য, সপ্তম বেতন কাঠামোয় বেসামরিক কর্মকর্তাদের মধ্যে সচিব, সামরিক কর্মকর্তাদের মধ্যে মেজর জেনারেল এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিলেকশন গ্রেডের অধ্যাপক সর্বোচ্চ গ্রেড (গ্রেড-১) ছিলেন। আর জ্যেষ্ঠ অধ্যাপকরা গ্রেড-২ এবং অধ্যাপকরা গ্রেড-৩-এ বেতন পেয়ে আসছিলেন। অষ্টম বেতন কাঠামোয় অধ্যাপক ও জ্যেষ্ঠ অধ্যাপকদের অবস্থান ঠিক থাকলেও সিলেকশন গ্রেডের অধ্যাপকদের কথা আলাদাভাবে উল্লেখ করা হয়নি। আর এটা নিয়ে শিক্ষকরা আন্দোলন চালিয়ে আসছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি