শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ভোক্তা অধিকার রক্ষা: প্রয়োজন আরো জনসচেতনতা ও কঠোরতা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৬

 

12687772_1206512592710111_8026065100392338006_n

দিদারুল আলম দিদার-
ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও তাদের অধিকার রক্ষায় আইন থাকলেও আইনের বাস্তবায়ন না হওয়া এবং সচেতনতার অভাবে অধিকার বঞ্চিত হচ্ছে ভোক্তা সাধারণ। উন্নত দেশগুলোতে ভোক্তা অধিকারকে নাগরিকদের সাধারণ দেওয়ানি অধিকার হিসেবে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়।
নাগরিকদের অপরিহার্য মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান । আমাদের দেশে মৌলিক নাগরিক অধিকারের এ বিষয়গুলো রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব না পাওয়াতে ভোক্তা অধিকারও প্রায়-গুরুত্বহীন বিষয় হিসেবে পরিগণিত হয়ে থাকে।
পৃথিবীর অধিকাংশ দেশে ‘ভোক্তা অধিকার’ নতুন কোনো বিষয় নয়। কিন্তু আমাদের দেশে এখনো এটি অধিকার হিসেবে স্বীকৃতি পায়নি। এটাই আমাদের অগ্রযাত্রার নমুনা !!
বিভিন্ন দেশে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আছে। তারা বহুদিন থেকেই এধরনের আইন বাস্তবায়নের সুফল পেয়ে আসছে। নাগরিকদের ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার জন্য রাষ্ট্র বিভিন্ন পদক্ষেপও নিয়ে থাকে।
ব্যবসা-বাণিজ্য তথা ভোক্তা অধিকারের ক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা দাম দিয়ে প্রতিনিয়ত ভেজাল পণ্য ও সেবা ক্রয় করি। ভেজাল পন্য দ্রব্য গ্রহন করে সীমাহীন স্বাস্থ্যঝুকিঁতে দেশের নাগরিকরা ? তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ কি ? চারিদিকে প্রশ্ন? সমাধান কি?
ভোক্তা অধিকার রক্ষায় প্রয়োজন আরো জনসচেতনতা এবং রাষ্ট্রুযন্ত্রকে আরো কার্যকর ভাবে ফাংশন করা। সব জায়গায় ভেজাল পণ্য ও সেবা। রাষ্ট্র নির্বিকার। কিন্তু অন্যান্য দেশে ভোক্তা অধিকার লংঘনের কথা কল্পনাও করা যায় না। ভোক্তা অধিকার লংঘন করলে অনেক দেশে বিক্রেতার লাইসেন্স বাতিল করা হয়। শুধু তাই নিয়, আছে ফৌজদারি কঠোর দন্ডও। তাই আইনের বাস্তবায়ন ও কার্যকারিতাই বড় কথা।
যে কোনো দেশে ভোক্তা অধিকার সংরক্ষণের প্রথম পদক্ষেপ হলো জনসচেতনতা বৃদ্ধি। আমাদের মাঝে সে সচেতনতা এখনো সৃষ্টি হয়নি। ফলে, ভোক্তারা পদে পদে বঞ্চিত হচ্ছি অধিকার থেকে। মিথ্যাচার, ভেজাল, ফর্মালিন আজ ভোগ্যপণের সাথে মিশে গেছে। সব ধরনের খাদ্যদ্রব্যের মাঝেই ভেজাল। এমনকি জীবনরক্ষাকারী ঔষধেও। অসাধুচক্র তাদের মুনাফা অর্জনে করছে প্রতারণা-নাগরিকদের ঠেলে দিচ্ছে ভয়বহতার দিকে।
সরকার আইন প্রণয়ন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নামে একটি অধিদপ্তর সৃষ্টি করছে। তবে তা আরো তরান্তিত করতে হবে। বাণিজ্য মন্ত্রনালয়ের অধীনে কাজ করছে এ অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের ৭টি বিভাগীয় কার্যালয় ও ৯টি জেলায় কার্যালয় স্থাপন করা হয়েছে। কিন্তু পর্যায়ক্রমে সবকটি জেলা, উপজেলা ও মাঠ পর্যায়ে তা প্রতিষ্ঠা করতে হবে। নাগরিকদের রক্ষা ও নিরাপদ রাখতে এটা রাষ্ট্রের দায়িত্ব। আগামীর বাংলাদেশ বিনির্মানে এখনী আরো সোচ্চার হতে হবে।
কি বিচিত্র ব্যাপার–খাদ্য ও ভোগ্যপণ্যে ভেজাল থাকবে এটি যেন আমাদের দেশে একটি প্রতিষ্ঠিত বিষয় হয়ে গেছে। সেই সাথে ওজন ও মানেরও কোনো নিয়ন্ত্রন নেই। প্রশাসন-আইন-শৃংখলা বাহিনীর পক্ষ থেকে মাঝে মধ্যে কিছু ধরপাকর ও জরিমানা। মোবাইল কোর্ট ? অতপর গনমাধ্যমে কিছু প্রতিবেদন। এটিই কি যথেষ্ঠ? দুষ্টের দমনে প্রয়োজন আরো কঠোরতা। এটা সময় ও বাস্তবতার দাবী।
আমাদের আইনে আছে-জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি সংস্থা থাকবে। আইনানুযায়ী তা প্রতিষ্ঠিত হয়েছে। বাণিজ্যমন্ত্রী পদাধিকার বলে এর চেয়ারম্যান ও বাণিজ্য সচিব, এনএসআইয়ের মহাপরিচালক, শিল্প মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিব, বিএসটিআইয়ের মহাপরিচালক, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবসহ ২০ জন সদস্য নিয়ে এ পরিষদ গঠিত হবে। ২০০৯ সালের আইনটি হওয়ার আগে কমবেশি ৪০ টি আইন ও ধারা বিচ্ছিন্নভাবে ভোক্তা অধিকারের সাথে সংশ্লিষ্ট ছিল। সবগুলো আইনেই ভোক্তা অধিকারের কথা বলা আছে।
ভোক্তা-অধিকার সম্পর্কে জনসাধারণকে আরো সচেতন করার জন্য প্রয়োজনীয় শিক্ষা ও প্রচারণামূলক কার্যক্রম জোড়দার করা। সরকারের মাঠ পর্যায়ের প্রতিষ্ঠান, স্থানীয় সরকার ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক-সামাজিক-সাস্কৃতিক সংগঠনকে ভোক্তা অধিকার রক্ষায় জনসচেতনতা সৃস্টিতে কাজে লাগোনো যায়। এতে অবশ্যই ইতিবাচক ফল আসবে। আইনটির যথাযথ প্রয়োগ ও কার্যকর জনসচেতনতায় ভোক্তা অধিকার সংরক্ষিত হবে। এজন্য কার্যকর পদক্ষেপ এখনি জরুরি।

লেখক- আইনজীবী-সাংবাদিক



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি