বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


স্ট্রোক আটকাতে কী করবেন, কী করবেন না


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৬

1A72FAC5-1BA5-48A7-B71B-444E28F3FDC1_L_styvpf-400x267
ডেস্ক রিপোর্ট:

ক্যান্সার ও হার্ট অ্যাটাকের পর তৃতীয় যে কারণে এ দেশের মানুষের মৃত্যু হয়, তা হল স্ট্রোক। বিভিন্ন সমীক্ষার সংগ্রহিত তথ্য থেকে পরিষ্কারভাবে উঠে এসেছে এমনই সত্য। প্রত্যেক পরিবারেই স্ট্রোকে আক্রান্ত মানুষ আছেন। কারও মৃত্যু হয়েছে তৎক্ষণাৎ। কারও বা সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার শক্তিই চলে গেছে। কিন্তু কেন হয় স্ট্রোক? কী করলে রোখা যাবে এই অকস্মাৎ মারণ আক্রমণ। চলুন জেনে নিই –

কেন হয় স্ট্রোক?
মস্তিষ্কের কোনও অংশ যদি হঠাৎ কাজ করা বন্ধ করে দেয় স্ট্রোক হতে পারে। হারাতে পারে দৃষ্টি ও বাকশক্তি। শরীরের একদিক অবশ হয়ে যেতে পারে, যাকে ডাক্তারি ভাষায় বলা হয় প্যারালিসিস।

অ্যামেরিকান চিকিৎসকরা স্ট্রোক শনাক্ত করার একটি শব্দও বের করেছেন, “ঋঅঝঞ”।
ঋ (এফ) – উইকনেস অফ দা “ফেস” (মুখে দুর্বলতা)
অ (এ) – উইকনেস ইন দি “আর্মস” (হাত-পায়ে দুর্বলতা)
ঝ (এস) – চেঞ্জেস ইন “স্পিচ” (কথা জড়িয়ে যাওয়া)
ঞ (টি) – “টাইমিং” (সময়)

ঋঅঝঞ-এর সাহায্যে যে কেউ স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে চিনে নিতে পারেন। স্ট্রোক হওয়ার কিছু সময় আগেও এই লক্ষণগুলি দেখতে পাওয়া যায়। চোখমুখ ঝুলে যায়। হাত-পায়ে জোড় থাকে না। নিজে নিজে হাত-পা নাড়ানো যায় না। সাহায্যের জন্য তখন তাঁরা হাত বাড়িয়ে দেন। মুখের কথা এলোমেলো হয়ে যায়।

এই সব লক্ষণ দেখেও যদি রোগীকে হাসপাতালে না নিয়ে যাওয়া হয়, সেই রোগীকে বাঁচানো যায় না। তাই স্ট্রোকের লক্ষণ দেখলে কিছুমাত্র সময় নষ্ট নয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান।

এরও জুতসই কারণ কাছে। মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হলে স্ট্রোকে আক্রান্ত হয় মানুষ। সেটা খুব সাংঘাতিক ব্যাপার। সবচেয়ে ভয়ের বিষয় হল যাঁর স্ট্রোক হয়, সেই ব্যক্তি টের পান না। প্রতি মিনিটে ২০ লক্ষ নার্ভ সেল বা স্নায়ু কোশ ধ্বংস হতে শুরু করে। শরীরের সঙ্গে যোগাযোগ ছিন্ন হতে থাকে। শরীরের অন্যান্য স্নায়ুর সঙ্গেও সংযোগ হারায়।

ফলে স্ট্রোকে আক্রান্ত রোগীকে ফেলে রাখা মানেই তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। সঠিক সময়ের মধ্যে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া চাই, সেখানে যদি তৎক্ষণাৎ তাঁর চিকিৎসা শুরু হয়, বাঁচার আশা তৈরি হতে পারে। ৩ ঘণ্টার মধ্যে যদি চিকিৎসা চালানো যায়, ১০০জনের মধ্যে ৩২জনকে বাঁচানো সম্ভব। ৪ ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু হলে ১০০-র মধ্যে ১৬জনকে বাঁচানো যায়। ৫ ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু হলে শুধুমাত্র ১০জনকেই বাঁচাতে পারেন চিকিৎসকরা। আর যদি বেলা গড়িয়ে যায়, মাত্র ১জনই বাঁচেন, বা তাও না।

স্ট্রোক রোধ করতে কী কী করণীয়?
১. সুস্থ স্বাভাবিক জীবনই স্ট্রোক রোধের প্রথম হাতিয়ার।
২. ওজন নিয়ন্ত্রণে রাখা।
৩. ধূমপান নয়।
৪. মদ্যপান নয়।
৫. হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল ও ডায়াবিটিজ নিয়ন্ত্রণে রাখা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি