সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মেসি ম্যাজিকে বার্সার মধুর প্রতিশোধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০২.২০১৬

97789_136

স্পোর্টস ডেস্ক :

সেভিয়াকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে বার্সেলোনা। সেইসাথে লা লিগায় শীর্ষস্থান সুসংহত করেছে বার্সেলোনা। লিগের প্রথম পর্বে যে ব্যবধানে হেরেছিল সেই ২-১ গোলেই এবার জিতেছে লুইস এনরিকের শিষ্যরা। আর এটা সম্ভব হয়েছে লিওনেল মেসির নৈপুণ্যে।

রোববার কাম্প নউয়ে ভিতোলোর গোলে প্রথমে পিছিয়ে পড়ার পর মেসির ফ্রি-কিকে সমতায় ফেরে বার্সেলোনা। পরে জেরার্দ পিকের গোলে জয় নিশ্চিত হয় তাদের।

গত ৩ অক্টোবরে সেভিয়ার মাঠ থেকে হেরে আসার পর কোনো প্রতিযোগিতাতেই আর হারেনি বার্সেলোনা। এই নিয়ে স্পেনের অন্যতম সফল দলটি টানা ৩৪ ম্যাচ ধরে অপরাজিত রইলো।

গত অক্টোবরে লা লিগার ম্যাচে সেভিয়ার মাঠে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। এরপর থেকে টানা ৩৩ ম্যাচে অপরাজিত কাতালান শিবির। রোববার রাতে লা লিগার ম্যাচে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে সেই সেভিয়ার মুখোমুখি হয়েছিল বার্সা। মেসি চমকে মধুর প্রতিশোধ নিয়েছে লুইস এনরিক শিবির। বার্সা জিতেছে ২-১ ব্যবধানেই। এ নিয়ে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল বার্সা।

এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও সুসংহত করেছে বার্সা। ২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট তাদের। সেখানে সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

ন্যু ক্যাম্পে ২০ মিনিটেই পেরেজের গোলে এগিয়ে যায় সেভিয়া। শঙ্কা তখন চরমে, হারতে যাচ্ছে নাকি বার্সা? তবে এমএসএন থাকতে হারবে বার্সাা, তাতো হতে পারে না। তার উপর আবার ঘরের মাঠ বলে কথা। ৩১ মিনিটেই দুর্দান্ত ফ্রি কিকে বার্সাকে সমতায় ফেরান লিওনেল মেসি (১-১)। ছয় মিনিট পর দলকে এগিয়েও নিতে পারতেন মেসি। কিন্তু আর্জেন্টাইন অধিনায়কের শট কোনোমতে প্রতিহত করেন সেভিয়ার গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। মেসি-সুয়ারেজের চমৎকার বোঝাপড়ায় গোলটি করেন জেরার্ড পিকে (২-১)। চার মিনিটের মধ্যে সমতা আনার সুযোগ পেয়ে যায় সেভিয়া। কিন্তু তাতে পূর্ণতা পায়নি।

৭৪ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন সুয়ারেজ। কিন্তু বিপজ্জনক জায়গায় থেকেও বল জালে পাঠাতে পারেননি তিনি। অতিরিক্ত সময়ে একটু পা ছোয়াতে পারলেই গোল পেতে পারতেন নেইমার। কিন্তু হয়নি। তারপরও ২-১ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি