বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নতুন আতঙ্কের নাম ডায়াগনস্টিক সেন্টার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৬

Drag-center1-400x272
ডেস্ক রিপোর্টঃ

জনবহুল ও নি¤œমধ্যম আয়ের বাংলাদেশে স্বাস্থ্যগত সমস্যা প্রকট। তাই হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগীর কমতি নেই। কিন্তু রোগ নির্ণয়কারী এমন অনেক প্রতিষ্ঠানই এখন মানুষের কাছে আতঙ্ক। একেক ল্যাব একই ব্যক্তির, একই পরীক্ষায় ভিন্ন ভিন্ন রকমের রোগ চিহ্নিত করছে। ভুল পরীক্ষার বলি হচ্ছে সাধারণ মানুষ। যা রোগীদের কাছে রীতিমত বিস্ময়ের ব্যাপার ।

এমনই এক ভুক্তভোগী উত্তরার বদরুজ্জামান। কিছু শারিরীক সমস্যায় পড়ে ডাক্তারের কাছে গেলে চিকিৎসক তাকে আলট্রাসনোগ্রাম করার পরামর্শ দেন। সে অনুযায়ী তিনি রাজধানীর একটি নামি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করান। নিছক সন্দেহের বশে আধঘন্টার ব্যবধানে আরেকটি ডায়াগনস্টিক সেন্টারে একই পরীক্ষা করান। পরদিন রিপোর্ট দুটি হাতে পেয়ে রীতিমত অবাক।

বদরুজ্জামান বলেন- ‘প্রথম রিপোর্টে লিভারে চর্বি ধরা পড়েছে এবং এটি গ্রেড-২। দ্বিতীয় রিপোর্ট বলছে লিভার পরিষ্কার কিন্তু গল ব্লাডারে পাথর আছে। যখন এই দুইটি রিপোর্ট নিয়ে আমি আমার কনসাল্টটেন্টের কাছে যাই। তিনি আমাকে পরামর্শ দেন তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ার জন্য। সেই রিপোর্টের সাথে আগের দুটো রিপোর্টের মিল আছে এমন না। এই তিন রিপোর্ট অনুসারে যদি আমার চিকিৎসা করা হয়, তাহলে একবার আমার বুক কাটতে হবে, একবার পেট ফাঁড়তে হবে। তাহলে আমার বেঁচে থাকার সম্ভাবনা থাকেনা।

বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে খোঁজ নিয়ে জানা গেছে আলাদা আলাদা ল্যাবে পরীক্ষার ক্ষেত্রে ফলাফলে কিছুটা পার্থক্য থাকতে পারে। তবে তা খুবই সামান্য। জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল সহকারী অধ্যাপক ড. ফারজানা রহমান বলেন- চিকিৎসার ক্ষেত্রে একটি ভুল রিপোর্ট একজন রোগীর ও চিকিৎসকের চিকিৎসকের জীবনে ভয়াবহ বিপর্যয় আনতে পারে।’

এসব ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম তদারকির দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তর এবং জেলা সিভিল সার্জনের। প্রশ্ন আসতেই পারে, তাহলে কিভাবে অনিয়ম-প্রতারণা করছে এই প্রতিষ্ঠানগুলো?

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. সামিউল ইসলাম এ সম্বন্ধে বলেন- ‘একই পরীক্ষায় দুই রকম রিপোর্ট আসা সম্ভব নয়। যেকোন একটি রিপোর্টের মধ্যে ভুল আছে। এ ধরণের কাজ যদি কোন প্রতিষ্ঠান করে থাকে, তবে সেই বিষয়ে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’

সাধারণ মানুষ এবং ভুক্তভোগীরা বলছেন, কেবল দু’একটি ব্যবস্থা নয়, দরকার নিয়মিত তদারকির। তদারকি বলতে লোক দেখানো তদারকি নয়, অলিতে-গলিতে গজিয়ে ওঠা ডায়াগোনস্টিক সেন্টারগুলো যাতে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে সেবার বদলে ব্যবসাকে প্রধান্য দিতে না পারে, সেটা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে নিশ্চিত করতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি