সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যে কারণে হেরেছে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০১৬

109a0a0496e772377f7190a1f536381a-56dc8e8beef1b-400x266

 

ডেস্ক রিপোর্ট :

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলার আল আমিন হোসেন! রবিবার এশিয়া কাপের ফাইনালে তার বোলিং দেখে দর্শকরা এতে দ্বি-মত পোষণ করতেই পারেন। কিন্তু এটাই সত্য; পরিসংখ্যানও এমনটাই দাবি করে। গত এক বছর ধরে আল আমিনের হাতেই ডেথ ওভারগুলোতে বল তুলে দেন অধিনায়ক মাশরাফি।

বেশিরভাগ ম্যাচেই ডেথ ওভারের পরীক্ষায় পাস নম্বর পেয়ে যান আল-আমিন। আজ অবশ্য পেলেন না। তাতে অবশ্য খুব বেশি কিছু যায় না। আল-আমিন ডেথ ওভারে পরীক্ষিত বোলার! এটাই সত্য!

এই ম্যাচটি কেন হেরেছে বাংলাদেশ? যার উত্তর এক কথার ভারত চমৎকার ক্রিকেট খেলেছে। তাই, হার দেখতে হয়েছে স্বাগতিকদের। দর্শকদের হয়তো মনে হতে পারে, বাংলাদেশ খারাপ খেলেছে। আসল সত্যটা কিন্তু তা নয়।

হয়তো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিনগুলো ভালো যাচ্ছে না। নয়তো পুরো ক্রিকেট বিশ্বে টি-টোয়েন্টি ফেরি করে বেড়ানো সাকিব কেনইবা প্রতিপক্ষ ব্যাটসম্যানদের লোপ্পা বল দেবেন!

হয়তো তামিম সাজঘরে ফিরে যাওয়ার পর রান রেট কিছুটা সেøা হয়ে পড়ে। সাকিব-মুশফিক থাকাকালীন ৩ ওভারে কোনও বাউন্ডারি আসেনি বাংলাদেশের। সেখানে কিছুটা পিছিয়ে যেতে পারে বাংলাদেশ! এরপরও কথা থেকে যায়। বাংলাদেশ মাঝপথে পারেনি; কিন্তু শেষ তিন ওভারে যেভাবে মাহমুদউল্লাহ বিধ্বংসী হয়ে উঠেছেন, সেটা হয়তো কেউ স্বপ্নেও ভাবেন না! ক্যারিয়ারে প্রথমবারের মতো এমন বিধ্বংসী মেজাজে ব্যাট করেছেন খেলেছেন তিনি—১৩ বলে ৩৩ রান। কেউ যদি ম্যাচটি না দেখে থাকেন, তাহলে তাকে বিশ্বাস করানো কঠিন হবে মাহমুদউল্লাহ রিয়াদ এই স্কোর করেছেন। এরপরও কি বলা উচিত বাংলাদেশ ব্যাটিং খারাপ করেছে? মোটেও নয়।

বাংলাদেশ হেরেছে স্রেফ অভিজ্ঞতার কাছে। ভারতের অভিজ্ঞতা, ফর্ম, দলীয় শক্তিমত্তা যেভাবেই বিশ্লেষণ করা হোক। বাংলাদেশের অনেক অনেক পিছিয়ে ভারতের চেয়ে। এরপরও ২২ গজের ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা বলেই শেষ বল পর্যন্ত লড়াই করেছেন টাইগাররা। তাদের প্রাণশক্তি যতক্ষণ ছিল, চেষ্টা করেছেন। কিন্তু ২২ গজে যারা নির্দিষ্ট দিনে ভালো করবেন, তারাই জিতবেন। আজও যেমনটা হয়েছে।

যদিও মাশরাফি সংবাদ সম্মেলনে ২০ রানের আক্ষেপের কথা বলেছেন। মাশরাফি বৃষ্টিকেও দুষলেন। বৃষ্টির কারণে নিজেদের পরিকল্পনা করতেও বেশ কষ্ট হচ্ছিল বলে সংবাদ সম্মেলনে তিনি বললেন। মোদ্দা কথা মাশরাফিরে পুরো পরিকল্পনায় ব্যাঘাত ঘটিয়েছে এই বৃষ্টি। তাই ম্যাচ হারার পেছনে এই বৃষ্টিকে চাইলে দায়ী হিসেবে দাঁড় করানো যেতেও পারে।

যদিও ৪ বছর আগে ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালের মতো কাঁদেনি বাংলাদেশ। তবে হতাশা ছিল। বাস্তবতা মেনে নিয়েছেন মাশরাফি। টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর দলের সঙ্গে দশ নম্বর দলের খেলা। টি-টোয়েন্টি ক্রিকেট দুই-এক ওভার এদিক-সেদিক হলেই ম্যাচ হাত থেকে ছিটকে পড়ে। বাংলাদেশের বোলিংয়ের সময় চার ওভার পর্যন্ত ম্যাচ টাইগারদের নিয়ন্ত্রণে। এরপরই চিত্রনাট্য বদল হতে থাকে। এই চিত্রনাট্য থামেনি ১৪তম ওভার পর্যন্তও।

পঞ্চম ওভারে বিপিএল কাপিয়ে আসা রনি প্রথমবারের মতো এশিয়া কাপে সুযোগ পেলেন। প্রথম বলেই বাজিমাত করতে পারতেন। কিন্তু দূর্ভাগ্য একটি সিøপও ছিল তখন। দুর্ভাগ্য অবশ্য শুধু রনির না, বাংলাদেশেরও। কেননা ওই ওভারেই ভারতীয় দুই ব্যাটসম্যান কোহলি ও শেখর ধাওয়ানের হাত খুলে যায়। তাদের বিধ্বংসী ব্যাটিং মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের বোলিং লাইন আপ।

ওই ওভারের পর থেকে সাকিব-মাশরাফি-নাসির-আল আমিন কেউই বাদ পড়েননি ভারতীয় দুই ব্যাটসম্যানের তা-ব থেকে। এই দুইজন দুর্দান্ত ব্যাটিং কারিশমা দেখিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের থেকে ম্যাচটা ছিনতাই করে নিলেন। যার পরিসমাপ্তি করেন ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।

ফলে দ্বিতীয়বারের মতোই আক্ষেপ হয়ে থেকেছে এশিয়া কাপের ট্রফি। ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে ২ রানের আক্ষেপের পর ২০১৬ সালে ভারতের বিপক্ষে ৮ উইকেটে হারের আক্ষেপে পুড়তে হবে আরও দুটি বছর। হয়তো ২০১৮ সালের এশিয়া কাপ বাংলাদেশের হাতেই উঠবে!

মাশরাফি অবশ্য ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এই ম্যাচ জিতলে কিংবা হারলে বাংলাদেশের ক্রিকেট খুব বেশি প্রভাব নেই। হয়তো টি-টোয়েন্টি বলেই এ কথা বলেছেন তিনি। কারণ তিনি মনে করেন টি-টোয়েন্টি কখনও ক্রিকেটের মানদ- হতে পারে না। তার মতে, ‘এই ম্যাচ জিতলে আমাদের অনেক বড় একটি অর্জন হতো। কিন্তু হেরে গেছি বলে আমাদের ক্রিকেট পিছিয়ে যাবে, এমনটা ভাবারও কোনও কারণ নেই। আমরা যেমন খেলছিলাম, তেমনই খেলব।’

মাশরাফি আছেন বলেই টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্বপ্ন দেখবে বাংলাদেশ, বাংলাদেশের ষোলো কোটি সমর্থক। মাশরাফিও সবাইকে ধৈর্য ধরতে বলেছেন। আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে। হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপেই আক্ষেপ ঘুচবে এশিয়া কাপের শিরোপার!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি