রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জয় দিয়ে শেষ হলো প্রোটিয়াদের বিশ্বকাপ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৬

d616ac1093bc835c3edb240bceaa36c5-56f9675fe48bf

স্পোর্টস ডেস্ক ঃ

 সোমবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। বল হাতে এদিন দারুণ পারফরম্যান্স করেছেন ডেইল স্টেইনরা। এতে ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১২০ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস।

উদ্বোধনী জুটিতে লঙ্কান ব্যাটসম্যান চান্দিমাল ও দিলশান চমৎকার সূচনা করেছিলেন। মাত্র ৪.৪ ওভারে ৪৫ রান সংগ্রহ করেছিলেন তারা। কিন্তু এই ওভারেই লঙ্কানদেরকে তছনছ করে দেন ফাঙ্গিসো। ওভারের শেষ দুটি বলে দু’জনকে বোল্ড করে দেন তিনি। ২০ বলে ২১ রান করে বিদায় নেন চান্দিমাল। ক্রিজে এসে রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরে যান থিরিমান্নে।

দিলশানের সঙ্গে যোগ দেন শ্রীবর্ধনে। কিন্তু ১৫ রান করে তিনি রান আউট হওয়ায় ভেঙে যায় তাদের ৩০ রানের জুটি। পরে কেউই আশা জাগানো জুটি গড়তে পারেননি। দিলশান আউট হন ৪০ বলে ৩৬ রান করে। এটিই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আর ১৮ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার বোলার অ্যাবোট, বেহারদাইন ও ফাঙ্গিসো দুটি করে উইকেট পান।

১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ডি কক ৯ রান করে রান আউটের ফাঁদে পড়েন। তবে আমলা টিকে থাকেন। ডু প্লেসিসের সঙ্গে ৬০ রানের জুটি গড়ে তোলেন। ডু প্লেসিস ৩১ রান করে বিদায় নিলেও আমলা দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

আমলা ৫৬ রান করে অপরাজিত থাকেন। ৫২ বলে ৫টি চার ও একটি ছক্কায় এই স্কোর করেন তিনি। তার সঙ্গে ১২ বলে ২০ রান নিয়ে খেলা শেষ করেন ডি ভিলিয়ার্স।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি