সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সাংবাদিকদের কর দিতে হবে মালিকদের : সুপ্রিম কোর্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০১৬

suprim-cout-400x224
পূর্বাশা ডেস্কঃ

সংবাদ পত্র ও সংবাদ সংস্থায় কর্মরতদের বেতনের উপর আরোপিত কর মালিকদেরই বহন করতে হবে বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল গ্রহণ করে বুধবার এ রায় দেন বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ।

আজ বুধবার আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার রাশেদ জাহাঙ্গীর শুভ্র। তবে সংবাদপত্র মালিকদের পক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিলেন না।

আদেশের পরে রাশেদ জাহাঙ্গীর বলেন, চতুর্থ সংবাদপত্র কর্মচারী বেতন বোর্ড-১৯৯০ এর সিদ্ধান্তের সপ্তম অধ্যায়ের ২ নম্বর সিদ্ধান্তে বলা হয়, সকল ক্যাটাগরির সংবাদপত্র ও সংবাদ সংস্থার সকল কর্মরত সাংবাদিক ,প্রশাসনিক কর্মচারী এবং প্রেস শ্রমিকগণের বেতনের উপর আরেপিত আয়কর সংবাদ পত্র ও সংবাদ সংস্থার কর্তৃপক্ষ প্রদেয় হবে’।

চতুর্থ ওয়েজ বোর্ডের এই ধারা চ্যালেঞ্জ করে ১৯৯১ সালে দৈনিক সংবাদ, দৈনিক ইনকিলাব,দৈনিক খবর,আজাদ পাবলিকেশন্স ও দৈনিক ইত্তেফাক কর্তৃপক্ষ হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছর হাইকোর্ট ‘সাংবাদিকদের প্রদেয় কর মালিক কর্তৃক দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।

রুলে বিবাদী ছিলেন, তথ্য সচিব, ওয়েজ বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল ওয়াদুদ চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ নিউজপেপারস প্রেস ওয়ার্কার্স ফেডারেশেনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ইত্তেফাকের ফজলে ইমাম, বাংলাদেশ নিউজপেপারস এমপ্লয়িজ ফেডারেশনের চেয়ারম্যান দৈনিক বাংলার জাহাঙ্গীর কবির।

১৯৯৭ সালে এ রুলের চূড়ান্ত শুনানি শেষে চতুর্থ ওয়েজ বোর্ডের ‘সাংবাদিকদের বেতনের উপর আরোপিত কর মালিকদের দিতে হবে’ সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে পরে আপিলে যায় রাষ্ট্রপক্ষ। বুধবার এ আপিলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের রায় বাতিল করে ‘সাংবাদিকদের বেতনের উপর আরোপিত কর মালিকদের দিতে হবে’এই ধারা বহাল রাখেন আপিল বিভাগ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি