শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » Uncategorized » প্রতিবন্ধী ব্যক্তিদের কাজে লাগান, নিয়োগ দিন : প্রধানমন্ত্রী


প্রতিবন্ধী ব্যক্তিদের কাজে লাগান, নিয়োগ দিন : প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৬

Hasina
ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অটিজমসহ সব ধরনের প্রতিবন্ধী শিশুদেরও বেঁচে থাকার অধিকার আছে। তাদের মেধা ও যোগ্যতা প্রকাশেরও অধিকার আছে। তাদেরকে সে সুযোগ দিতে হবে।

শনিবার (০২ এপ্রিল) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম বিশ্ব অটিজম দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষার জন্য ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষার ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে এবং ৩ হাজার একশ কোটি টাকা সেখানে বরাদ্দ দেয়া হয়েছে। সেখানে তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের কাজে লাগানোর জন্য আহ্বান জানান।

প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের প্রতি একাগ্রতা থাকে অনেক বেশি এবং কর্মক্ষেত্রে তাদের উপস্থিতিও অন্যদের তুলনায় সন্তোষজনক বলে মন্তব্য করে অটিজমসহ সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগের জন্য বেসরকারি সংস্থার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকলের সমন্বিত উদ্যোগ ও উপযোগী পরিবেশ অটিজম ব্যক্তিদেরকে সাবলম্বী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি