শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » অমিতাভ, ঐশ্বরিয়া, মেসি, জ্যাকি চ্যানের অর্থ পাচারের তথ্য ফাঁস


অমিতাভ, ঐশ্বরিয়া, মেসি, জ্যাকি চ্যানের অর্থ পাচারের তথ্য ফাঁস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৬

leak-400x236

বিনোদন ডেস্ক :

মোওস্যাক ফনসেকার ফাঁস হওয়া গোপন নথিতে একে একে বেরিয়ে আসছে সব বিখ্যাত আর কুখ্যাতদের নাম। বাদ যায়নি তারকারাও।

ভারতের বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই, ফুটবল তারকা মেসি ও হংকংয়ের অভিনেতা জ্যাকি চ্যানের মতো ব্যক্তিদের নাম উঠে এসেছে সোমবার বের হওয়া অর্থ চুরির গোপন নথিতে। যার মধ্যে বেশ কয়েকটি গোপন সম্পত্তি সংক্রান্ত ছিল। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ২৩ বছর আগে অমিতাভ বচ্চন অফসোর টেক্স হ্যাভেনের অন্তত ৪টি জাহাজের ডাইরেক্টর পদে নিযুক্তি পান। এই কোম্পানিগুলোর মূলধন ছিল নামমাত্র ৫ হাজার থেকে ৫০ হাজার মার্কিন ডলারে কিন্তু তাদের জাহাজ বিক্রি হয়েছে কয়েক লাখ ডলারে।

অমিতাভ বচ্চন এই কোম্পানির সঙ্গে তার চুক্তির ব্যাপারে কোনো মন্তব্য করেননি। অমিতাভ একাই নন, তার ছেলের বউ ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার পরিবার অফসোর একটি কোম্পানির শেয়ার হোল্ডার ও পরিচালক ছিলেন।

ঐশ্বরিয়ার মিডিয়া পরামর্শক এই ডকুমেন্টসমূহকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন। ওই নথিপত্রে ৫০০টি ভারতীয় রিয়েল এস্টেট কোম্পানির নামও ‍উঠে এসেছে।

ডকুমেন্টে বিশ্ব ফুটবল তারকা মেসির নামও পাওয়া গেছে। রেকর্ডে দেখানো হয়, মেসি ও তার বাবা পানামার মেগাস্টার এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানির মালিক ছিলেন। ৬ বার স্পেনের কর ফাঁকি দিতে অফসোরের সঙ্গে তার চুক্তি হয়েছিল বলে জানানো হয়।

এদিকে হংকং অভিনেতা জ্যাকি চ্যানের নামও উঠেছে এই গোপন নথিতে। ফোনসেকা ফার্মের অন্তত ৬টি কোম্পানির সঙ্গে তার চুক্তি ছিল। যদিও বলা হয়েছে, তিনি শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই সেখানে কাজ করেছেন, কর ফাঁকির উদ্দেশ্যে নয়।

এই তথ্য সর্ব প্রথম জার্মানের পত্রিকা জুইডয়েচে সাইটুং এ উঠে আসে। পরবর্তী সময়ে বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়ে। প্রায় ৪০ বছরের তথ্য নিয়ে তৈরি করা এসব নথিপত্র।

এক কোটি দশ লাখের মতো গোপন লেনদেনের নথি ফাঁস হয়েছে।

ডেইলি মেইলের খবরে বলা হয়, ফাঁসকৃত নথির পরিমাণ ২০১৩ সালে এডওয়ার্ড স্নোডেন কর্তৃক ফাঁস করা সিআইএ’র গোপন নথির চেয়ে বেশি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি