রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » নাম বদলে বিদেশী ব্যাঙ্কে টাকা রেখেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন


নাম বদলে বিদেশী ব্যাঙ্কে টাকা রেখেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৬

ডেস্ক রিপোর্টঃ

পানামাতে অবস্থিত লা ফর্ম মোসেক ফোন্সিকার কাগজ পত্র জনসাধারনের সামনে চলে আসতেই বেরিয়ে এল কর ফাঁকি দেওয়ার নামের তালিকাতে ঐশ্বর্য রাই বচ্চনের নামও। মোজেক ফোন্সিকার (এমএফ) নথী অনুযায়ী অশ্বর্য রাই বচ্চনের বাবা, মা, ভাই এবং তিনি নিজে কর ফাঁকি দেওয়ার জন্য ট্যাক্স হেভেন দেশ পানামাতে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে টাকা সরিয়ে রাখতেন। কম করে তিনি ৩ বছর ধরে এই কোম্পানির সঙ্গে জড়িত।

একটি ইংরেজি পত্রিকা বিষয়টি সামনে এনেছে। ২০০৫ সালের ১৮ জুন এই কোম্পানির শেয়ার হোল্ডার হিসাবে ঐশ্বর্যর নাম নথীভুক্ত করা হয়। ৫ জুলাই ২০০৫, তিনি ওই কোম্পানির এক উচ্চপদস্থ কর্মচারীর সঙ্গে দেখা করেন। তখনই তার নির্দেশ অনুযায়ী ঐশ্বর্যর নাম লুকানোর জন্য এ রায় নাম দিতে পরামর্শ দেওয়া হয়। আর এই ব্যপারে সব শেয়ার হোল্ডার এবং নির্দেশকদের অনুমতিও পেয়ে গেছিলেন।

রিপোর্ট অনুযায়ী ঐশ্বর্য বিয়ের ১ বছর পর মানে ২০০৮ সালে কোম্পানিটি থেকে নিজের নাম সরিয়ে নেন। প্রসঙ্গত, পানামার এই মোসেক ফোন্সিকার ১.১০ কোটি নথী লিক হয়ে গেছে। এখানে দেখা যায় ৫০০ জনের বেশি খাতা ভারতীয়দের আছে। এছাড়াও বিশ্বের ১২ টি দেশের প্রাক্তন এবং বর্তমান দিনের রাষ্ট্রপ্রধানেরও নাম এখানে আছে। সবথেকে বড় নাম পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ সরিফ এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।

এই কোম্পানিটির ১৯৭৭ থেকে ২০১৫ পর্যন্ত নথী ফাঁস হয়ে গেছে। তবে এই নথী অনুযায়ী যা টাকা রাখা আছে সেগুলি কালো টাকা না সাদা টাকা সেটা অবশ্য জানা যায়নি। তদন্ত করা হচ্ছে যে এই টাকা গুলি কর বাঁচানোর জন্য এখানে লগ্নি করা হয়েছিল কিনা। পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের নাম সামনে আসার পর এই বিষয়টি নিয়ে সারা বিশ্বে বিতর্কের সৃষ্টি খালি সময়ের অপেক্ষে। এ্ই নথী গুলিতে আইসল্যান্ডের প্রধানমন্ত্রীরও নাম আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি