বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সিগারেটের প্যাকেটে রোগের ছবিতে লাভ হচ্ছে না


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৬

smoking-400x266
ডেস্ক রিপোর্টঃ

ধূমপানে নিরুৎসাহিত করার জন্য সিগারেটের প্যাকেটে রোগের ছবি সংযুক্ত করা হলেও এ পদ্ধতি  কাজে আসছে না। বিক্রেতারা বলছেন, ছবি দৃষ্টিকটু এবং ভয়ের, ক্রেতাদের কাছ থেকে এমন মন্তব্য পাওয়া গেলেও বিক্রি কমছেই না। এই দৃষ্টিকটু ও ভয় এড়াতে ক্রেতারা সিগারেট শলাকা হিসেবে ক্রয় করেন। পরিমাণে বেশি নিলেও এই প্যাকেট নিতে চান না। ফলে বেশিরভাগ ক্ষেত্রে ছবি বিক্রেতা পর্যন্তই সীমাবদ্ধ।

কাওরান বাজার গার্ডেন রোডস্থ মায়ের দোয়া দোকানের স্বত্বাধিকারী মো. বাদশাহ আমাদের সময় ডটকমকে বলেন, আগে খালি প্যাকেট থাকতো না। শর্ট পড়ত। এখন খালি প্যাকেট বোঝাই। কাস্টমার নিতে চান না। তারা বলেন, এই ছবি দেখতে খারাপ, ভয়ংকর।

পান্থপথ এলাকার ভ্রাম্যমাণ সিগারেট বিক্রেতা আমজাদ আলী আমাদের সময় ডটকমকে বলেন, ছবি দিয়া বেচা তো আর কমছে না। বিদ্রুপের সুরে তিনি বলেন, যেই ছবিই দেক্, বাঙালি খাইবই।

সরকারি নির্দেশনা অনুযায়ী- গত মার্চ থেকে সিগারেটের প্যাকেটে সতর্কতা বাণীর পাশাপাশি ধূমপানের ফলে সৃষ্ট রোগের ছবি যুক্ত করা হয়। একইসঙ্গে সিগারেটের দোকানে এই ছবি প্রদর্শণের বাধ্যবাধকতা রয়েছে। যদিও এই নির্দেশনা মানছেন না বেশিরভাগ বিক্রেতা।

ক্রেতা ইমরান আমাদের সময় ডটকমের প্রশ্নে বলেন, আসলে অভ্যাস হয়ে গেছে। ওইসব ছবি মানসিকভাবে সাময়িক সমস্যা সৃষ্টি করলেও অভ্যাস দূর করার ক্ষমতা রাখে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজিম আমাদের সময় ডটকমের কাছে শোনালেন ভিন্ন ধরণের কথা। তিনি বলেন, এসব ছবি প্রথম প্রথম দেখলে ভয় লাগত। কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। কোনো কিছু মনে হয় না। তবে আজিম মনে করেন- যদি সিগারেট খুচরা বিক্রি বন্ধ করা হয়, তখন নিম্ন ও অতিনিম্ন আয়ের ধূমপায়ীর সংখ্যা কমতে বাধ্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি