শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে অস্ট্রেলিয় বিশেষজ্ঞ দল ঢাকায় আসছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৬

Top-Medical-Colleges-400x266

বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বেসরকারি যৌথ উদ্যোগে বাংলাদেশি প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ ও শিক্ষানবীশ চিকিৎসকদের অস্ট্রেলিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করার লক্ষ্যে আগামী ২৯ শে এপ্রিল ঢাকা ধানমন্ডি ক্লাবে একটি তথ্য বিনিময় কর্মশালার আয়োজন করা হয়েছে। অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের একটি সংস্থা ডকলিংক ও মেন্টরস্ বাংলাদেশের এডুকেশনের যৌথ ব্যবস্থাপনায় এ কর্মশালার আয়োজন করা হয়েছে। অস্ট্রেলিয়ার জেনারেল প্রাকটিশনার্স ট্রেনিং সংক্রান্ত পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল এ কর্মশালা পরিচালনা করবেন।

এ কর্মশালার মাধ্যমে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক, নূন্যতম তিন বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক এবং ইন্টার্নী ও এমবিবিএস শেষ বর্ষের ছাত্ররা অস্ট্রেলিয়ায় চিকিৎসক হিসেবে কর্মসংস্থানের যাবতীয় তথ্যাদিসহ অস্ট্রেলিয়ার চিকিৎসক স্বীকৃতি সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা ও প্রশিক্ষণের সার্বিক সহযোগিতা সংক্রান্ত তথ্যাদি লাভ করবেন। এছাড়া বাংলাদেশের চিকিৎসকগণ উক্ত প্রতিনিধি দলের শর্তসাপেক্ষে অস্ট্রেলিয়ায় চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনে তাদের বর্তমান যোগ্যতা নিরূপণ করার সুযোগ পাবেন।

ডকলিংক সূত্রে জানানো হয়েছে যে, বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের অস্ট্রেলিয়ায় মেডিক্যাল কাউন্সিলের (এএমসি) নির্ধারিত পরীক্ষায় অংশ না নিয়েও অস্ট্রেলিয়ায় চিকিৎসক হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। তবে সেটা নির্ভর করবে প্রত্যেক প্রার্থীর নিজস্ব যোগ্যতা ও অভিজ্ঞতার উপর। এ ব্যাপারে প্রত্যেককে আলাদাভাবে ডকলিংকের বিশেষজ্ঞ দল আলাদাভাবে যোগ্যতা যাচাই ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে। শিক্ষানবীশসহ তিন বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন ডাক্তারদের এএমসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে ডকলিংক বাংলাদেশে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে।

অভিজ্ঞতাসম্পন্ন প্রবাসী বাংলাদেশি চিকিৎসকরা উক্ত প্রশিক্ষণের দায়িত্ব পালন করবেন। সকল বাংলাদেশি চিকিৎসকদের অস্ট্রেলিয়ায় চিকিৎসায় যেকোন ক্ষেত্রে কাজ করার জন্য ইংরেজি ভাষার নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। সেক্ষেত্রে আইইএলটিএস ছাড়াও মেডিক্যাল প্রফেশনালদের জন্য আলাদা ইংরেজি পরীক্ষার ব্যবস্থা আছে যে ব্যাপারে ডকলিংকের সদস্যরা এ কর্মশালায় বিস্তারিত জানাবেন। এ পরীক্ষাটি আইইএলটিএসের চেয়ে তুলনামূলকভাবে সহজে পাশ যোগ্য। প্রতিনিধি দল পেসকি (চঊঝঈও) সংক্রান্ত বিষয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা করবেন।

এ কর্মশালার মাধ্যমে বাংলাদেশি চিকিৎসকদের অস্ট্রেলিয়ায় চিকিৎসক হিসেবে কর্মসংস্থান পর্যন্ত প্রত্যেকটি স্তরের খরচের বিস্তারিত ধারণা দিবেন। উল্লেখ্য, ডকলিংক বাংলাদেশি চিকিৎসকদের অস্ট্রেলিয়ার চিকিৎসক হিসেবে বাংলাদেশি চিকিৎসকদের বিভিন্ন সময় যাবতীয় রেজিষ্ট্রেশনের প্রয়োজন হবে এ ব্যাপারে ডকলিংক সার্বিক সহযোগিতা করবে। এছাড়া বাংলাদেশি চিকিৎসকদের অস্ট্রেলিয়ার এএমসি উত্তীর্ণসহ যাবতীয় রেজিষ্ট্রেশন সম্পন্ন করার পর অস্ট্রেলিয়ায় কর্মসংস্থানের জন্য বিভিন্ন তথ্য সহযোগিতা প্রদান করবে। এ কর্মশালায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন ২০শে এপ্রিল শেষ হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি