শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নিয়ম না মেনে নিয়োগ, চাকরি হারাচ্ছেন ১৬০ চিকিৎসক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৬

daily-star-400x298
ডেস্ক রিপোর্টঃ

নিয়ম না মেনে নিয়োগ দেওয়ায় বাংলাদেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর ১৬০ জন চিকিৎসক চাকরি হারাচ্ছেন। ১১বছর আগে আইন না মেনে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। তাই তাদের আদালতের রায় অনুযায়ী চাকরি থেকে বাদ দেওয়া হবে। মার্চের বেতনও দেওয়া হবে না বলে জানান বিএসএমএমইউ প্রো ভিসি (প্রশাসন) প্রফেসর সরুফুদ্দিন আহমেদ। আগামী এক সপ্তাহের মধ্যেই এ প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।

এই ১৬০ জন চিকিৎসকের মধ্যে ৮০ জন নারী ও ১২ জন এ্যাসিসটেন্ট ও এ্যাসোসিয়েট প্রফেসরও রয়েছেন। তাদের অপদস্থ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিএসএমএমইউ’র মেডিকেল অফিসার নাহিদা পারভিন বলেন, আমাদের পক্ষ থেকে নিয়োগের সব পদ্ধতি মানা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার সব নিয়ম মেনেই আমরা চাকরি পেয়েছি। কোনো সমস্যা নেই আমাদের। নিয়োগের বৈধ ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেছি। আমাদের কেন এমন পরিস্থিতিতে ফেলা হলো? তিনি প্রশ্ন রাখেন।

প্রায় এক যুগ ধরে তিনি বিএসএমএমইউ পরিশ্রম করছেন বলে জানান নাহিদা। দুর্ভাগ্যজনকভাবে হঠাৎ করে হাসপাতাল কর্তৃপক্ষ মার্চ মাসের বেতন আটকে দিয়েছে বলে তিনি জানান।

এদিকে প্রফেসর সরুফুদ্দিন আহমেদ জানান তাদের কিছুই করার নেই। কারণ এটি আদালতের নির্দেশ। আদালতের রায় তাদের মেনে চলতে হয় তাদের তিনি দাবি করেন। এই প্রতিবেদক ৩ এপ্রিল বিএসএমএমইউ’র কর্তৃপক্ষের ভুলের জন্য কেন চিকিৎসকদের ভুক্তভোগি হতে হবে? এই চিকিৎসকদের অভাবে রোগীরা সেবা থেকে বঞ্চিত হবে কি না তার কাছে জানতে চাইলে আহমেদ বলেন, যদি চিকিৎসকের সংকট হয় তবে নতুন করে নিয়োগের বিষয়ে বিবেচনা করা হবে।

২০০৫ সালের ১৮ অক্টোবর সংবাদপত্রের তথ্যে দেখা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিতে  নির্দিষ্ট করে কোন শূন্য পদের সংখ্যা উল্লেখ করা হয়নি। আওয়ামী লীগ সরকারের সমর্থিত সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র সাধারণ সম্পাদক ইকবাল আর্সলান এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের জন্য হাইকোর্টে একটি রিট পিটিশান দায়ের করেছিলেন।

ওই পিটিশানে অভিযোগ করা হয় ২০০১ সাল থেকে নিয়ম না মেনে অবৈধভাবে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়। আর এই জন্য বিএসএমএমইউকে দায়ী করেন তিনি। এই বেআইনি কার্যক্রমের সঙ্গে বিএসএমএমইউ জড়িত বলে দাবি করা হয়। তৎকালিন বিএসএমএমইউ’র ভিসি এমএ হাদি ২শ’ মেডিকেল অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তির আহবান করেন। যথাযথ কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই পদের সৃষ্টি করেনি তাই এই নিয়োগ আইনি প্রক্রিয়ায় মধ্যে পড়ে না। ওই সময় ওই পরিমাণ সংখ্যক চিকিৎসকের প্রয়োজন ছিল না  বলে এই প্রতিবেদককে জানান ইকবাল আর্সলান।

গ্যাস্ট্রোলজির এ্যাসিসটেন্ট প্রফেসর এবিএম শফিউল্লাহ বলেন, ২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারি হাইকোর্ট ২শ’ মেডিকেল অফিসার নিয়োগের অন্তবর্তীকালীন নির্দেশের বৈধতা দিয়ে আদেশ দেয়। তিনি ১৬০ জনের মধ্যে চাকরি হারানোর একজন। আইন অনুযায়ী ২শ’ মেডিকেল অফিসার ২০০৬ সালের ১ মার্চ নিয়োগ দেওয়া হয়। ২০০৮ সালের ১৮ মার্চ নিয়মিত হয়। আরো ৪০ জন চিকিৎসক অন্য কারণে চাকরি ছেড়ে দিয়েছেন। ১৪ ডিসেম্বর ২০১০ সালের হাইকোর্ট ওই বিজ্ঞপ্তিকে অবৈধ ঘোষণা করে।

বিএসএমএমইউ ও ক্ষতিগ্রস্ত চিকিৎসকরা হাইকোর্টের রায়ের চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন করে। একই বছরের ২০ ডিসেম্বর সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায়কে স্থগিত রাখে। ৬ বছর পরে আপিল বিভাগ চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ওই রায় বহাল রাখে।

তানজিনা আইভি চৌধুরী ২৪ তম বিসিএসে সুযোগ পেয়েও উচ্চশিক্ষার জন্য  বিএসএমএমইউ যোগদান করেন। গায়নোকোলজিতে তিনি এমএস করছেন বিএসএমএমইউতে। তানজিনা ও তার পরিবার পুরোপুরি বেতনের উপর নির্ভরশীল। তাকে চাকরিচ্যুত করার জন্য পড়াশোনাসহ তার ভবিষ্যত সব অনিশ্চিত হয়ে গেল।

প্রফেসর ইকবাল আর্সলানের কাছে বিএসএমএমইউ ভুলের জন্য চিকিৎসকরা কেন ভোগান্তিতে পড়বে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো আপিল বিভাগের পুরো রায় প্রকাশিত হয়নি। চিকিৎসকদের কি হবে তা আপিল বিভাগের রায়ে বলা হবে। পূর্ণাঙ্গ রায় না পাওয়া পর্যন্ত এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না বলে জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি