শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর : ইসলাম কী বলে?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৪.২০১৬

dhum-pan-400x300
ডেস্ক রিপোর্টঃ

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ স্লোগানটি প্রায় স্থানেই লেখা থাকে। এমনকি সিগারেটের প্যাকেটের গায়েও এ স্লোগানটি রয়েছে। ইচ্ছায় অনিচ্ছায় কথাটি অনেকেই বলে থাকেন। তবে ধূমপানের ক্ষতির তুলনায় কথাটা খুবই সাধারণ। কারণ, ধূমপান শুধু স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর নয়; এটা একাধারে স্বাস্থ্যের, মস্তিষ্কের, আত্মার, স্বভাবের, সমাজের সর্বোপরি ঈমানের জন্য ক্ষতিকর।

ইসলামে ধূমপানের বিধান কী? ধূমপানের প্রতিশব্দ হলো তামাক, অর্থাৎ নিকোটিন শ্রেণিভুক্ত উদ্ভিদের কোনো পাতা, ফল, শিকড়, ডাল বা এর কোনো অংশবিশেষ। পরিভাষায় ধূমপান হলো তামাকদ্রব্য দ্বারা প্রস্তুত দ্রব্য চোষণ, চিবানো অথবা শ্বাসের মাধ্যমে গ্রহণ করা।

ইসলামি দৃষ্টিকোণে ধূমপান হারাম এ ব্যাপারে ওলামায়ে কেরামের সকলে ঐকমত্য পোষণ করেছেন। মহাগ্রন্থ আল কুরআন ও হাদীসের বাণী দ্বারা ধূমপানের অবৈধতা প্রমাণিত। মহাগ্রন্থ আল কুরআনে এবং হাদীসে ধূমপান নামে কোনো বিধান নেই। কিন্তু ইসলাম নানাবিধ যৌক্তিকতার ভিত্তিতে ধূমপান হারাম করছে।

ধূমপান একটি অপবিত্র জিনিস বিধায় এটা হারাম। মহাগ্রন্থ আল কুরআনের বানী “আল্লাহ তাদের উপর অপবিত্র জিনিসকে হারাম করেছেন” [সুরা আরাফ: ১৫৭], হাদীসের বাণী, “নিজের কোনো অনিষ্টতা বা ক্ষতি এবং অন্য কারো ক্ষতি করা যাবে না”। ধূমপান অপচয় করার শামিল তাই এটা হারাম। মহান আল্লাহর বাণী, “নিশ্চয়ই অপব্যয়কারীগণ শয়তানের ভাই। [সুরা ইসরা: ২৭], হাদীসে বলা হয়েছে, “আল্লাহ রাব্বুল আলামীন তোমাদের তিনটি বিষয় ঘৃণা করেন। ১. ভিত্তিহীন কথাবার্তা, ২. অধিকহারে প্রশ্ন করা, ৩. সম্পদ নষ্ট করা।” (সহীহ বুখারী) আর ধূমপান নিজের হাতে নিজের ধ্বংস ডেকে আনা, যা প্রকারান্তরে আত্মহত্যার শামিল। মহান আল্লাহ বলেন, “তোমরা নিজেদের জীবন ধ্বংসের সম্মুখীন করো না।” (সূরা বাকারা : ১৯৫)

আলোচ্য আয়াত ও হাদীসের আলোকে প্রমাণিত হয় যে, ধূমপান হারাম এবং ইসলাম হারাম জিনিস ভক্ষণের পাশাপাশি এর উৎপাদন, পরিবহন, বিপণন, ব্যবসা, বিজ্ঞাপন ইত্যাদিকেও হারাম ঘোষণা করেছে।

শারীরিক সুস্থতা ঠিক রাখতে ইসলাম আপনাকে ভালো ভালো খাবার ও পানীয় গ্রহণ করতে নির্দেশ দিয়েছে। পক্ষান্তরে যে সকল খাবার ও পানীয় গ্রহণ করলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে সে সকল জিনিস গ্রহণ করতে নিষেধ করেছে। যেহেতু ধূমপান আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর; সেহেতু আল্লাহ তা হারাম করেছেন এবং তা পরিহার করার জন্য নির্দেশ দিয়েছেন। কারণ ধূমপান সর্বদিক দিয়ে ক্ষতি বয়ে আনে। বিশেষ করে শারীরিক, আর্থিক, সামাজিক, চারিত্রিক ক্ষতি অন্যতম।

শারীরিক ক্ষতির মধ্যে অন্যতম হলো- ১. ধূমপানের ফলে গলায় এবং ফুসফুসে ক্যান্সার সৃষ্টি হয়, প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে বেশি এবং যক্ষায় আক্রান্ত হয়। কারণ এতে নিকোটিন জাতীয় এক প্রকার বিষ রয়েছে। ২. ধূমপানের কারণে ফুসফুসের ছিদ্রগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে আসে ফলে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। ৩. ধূমপানের ফলে বক্ষে ময়লার পর্দা জমে।

সামাজিক ক্ষতির মধ্যে অন্যতম কয়েকটি হলো- ১. ধূমপানের ফলে আবহাওয়া দূষিত হয়, বিশেষ করে ঘরে বা গাড়িতে থাকলে অধিক হয়, এতে আশে-পাশের লোক, নিজের ছেলে-মেয়ে এবং স্ত্রী ক্ষতির সম্মুখীন হয়। ২. ধূমপান করার পর মসজিদে গেলে সেখানে অধূমপায়ী মুসল্লি এবং ফেরেশতারা কষ্ট পায়। আর্থিক ক্ষতির মধ্যে অন্যতম কয়েকটি হলো, ১. এতে টাকা পয়সা অপচয় করা হয়। ২. ধূমপানের ফলে সৃষ্ট রোগের চিকিৎসা বাবদ অর্থব্যয় হয়।

এছাড়া চারিত্রিক দৃষ্টিকোণে ক্ষতি হলো, ১. ডক্টর জন স্টোন বলেন, ধূমপানের কারণে সাধারণত মেজাজ কর্কশ হয়ে থাকে, ফলে ধূমপায়ীরা অকথ্য ভাষায় গালি-গালাজ, স্ত্রীর সাথে ঝগড়া-ঝাঁটি ইত্যাদিতে লিপ্ত থাকে। ২. ধূমপায়ী কখনো কখনো সামান্য একটি বিড়ির জন্য অন্যের নিকট ভিক্ষার হাত বাড়ায়। সর্বোপরি ধূমপানের রয়েছে পরকালিন ক্ষতি। আপনার ধূমপায়ীর কারণে সঙ্গের ফেরেশতা ও মানুষজনও কষ্ট পেয়ে থাকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি