ক্রীড়া ডেস্ক :
ভারতের মহারাষ্ট্রে খরার কারণে সেখানে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা আইপিএলের ম্যাচগুলো সরিয়ে নেয়ার পরামর্শ দিয়েছে একটি আদালত। কারণ পিচগুলো রক্ষণাবেক্ষণে যে পানির দরকার হয়, এত পানি খরচ একটি অপরাধ বলেও তারা বর্ণনা করেছেন।
ভারতের ঘরোয়া ক্রিকেট লীগ আইপিএলের কয়েকটি খেলা মহারাষ্ট্রের মুম্বাই, পুনে, আর নাগপুরে হওয়ার কথা রয়েছে। কিন্তু পুনে আর নাগপুরেই সবচেয়ে বেশি খরা চলছে।
শনিবার থেকে মুম্বাইয়ে আইপিএলের এবারের আসর শুরু হবে।
মহারাষ্ট্র ভারতের সবচেয়ে খরাপীড়িত এলাকাগুলোর একটি কিন্তু বম্বে হাইকোর্টের বিচারকরা বুধবার বলেছেন, টুর্নামেন্টের পিচগুলো তৈরি করতে অনেক পানির দরকার হবে।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি শহরের পিচগুলো খেলার উপযোগী রাখতে ষাট লাখ লিটারের বেশি পানি লাগবে। কিভাবে এত পানির অপচয় করা সম্ভব? মানুষের চেয়েও কি আইপিএল বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল?
এতটা দায়িত্বহীন কিভাবে হওয়া সম্ভব’ একজন বিচারককে উদ্ধৃত করে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। কিন্তু এ ধরণের অপচয় অপরাধ। কারণ আপনারা মহারাষ্ট্রের পরিস্থিতি জানেন। আদালতকে উদ্ধৃত করে বলছে এনডিটিভি। তবে আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা, যিনি নিজেও একজন সংসদ সদস্য, তিনি জানিয়েছেন, যেভাবে পরিকল্পনা করা হয়েছে, সেভাবেই টুর্নামেন্ট চলবে।