গ্রামের এক প্রত্যন্ত অঞ্চলের সাহসী তরুণ আবদুল্লাহ পারভেজ। যার ধ্যান, জ্ঞান, চিন্তায় শুধুই ফুটবল। স্বপ্ন দেখেন ফুটবল নিয়ে ভাল কিছু করার। পাশাপাশি ফুটবল খেলে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে চান। দেশের ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে চান তার ফুটবল শৈলি দিয়ে।
ছোট বেলা থেকেই ফুটবলের প্রতি ছিল প্রচন্ড আগ্রহ আবদুল্লাহ্র। তার লক্ষ্য একদিন জাতীয় দলে খেলবেন। এ জন্য তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম মনোহরা ছেড়ে ঢাকায় এসেছেন।
বৃহস্পতিবার দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডটকমকে আব্দুল্লাহ জানান, ‘ছোট বেলা থেকেই ফুটবলের প্রতি ছিল প্রচন্ড আগ্রহ। গ্রামে ফুটবল জনপ্রিয়। আর আমাদের গ্রামের মাঠে ফুটবলই বেশি খেলা হয়। তাই ফুটবলের প্রতিই ঝোঁক ছিল বেশি। আর মায়ের উৎসাহ ও গ্রামের মানুষের সহযোগিতা আমাকে এ খেলায় অনুপ্রেরণা যোগায়।’
সম্ভাবনাময় এই তরুণ বর্তমানে বি-লীগে খেলছেন আরামবাগ স্পোটিং ক্লাবের হয়ে। একাদশে জায়গাও করে নিয়েছেন তারধনফঁষষধয-৩ যোগ্যতা দিয়ে। আব্দুল্লাহর স্বপ্ন ২০১৮ সালের আগেই জাতীয় ফুটবল দলে খেলবেন। সেই বাস্তবায়ণে দিন-রাত পরিশ্রম করছেন তিনি।
২০১০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপে মনোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে ফুটবল খেলা শুরু করে আবদুল্লাহ। বঙ্গবন্ধু গোল্ডকাপে ভাল খেলায় খুলনা বিকেএসপিতে খেলার সুযোগ পান তিনি। সেখান থেকে দিনাজপুরের বিকেএসপিতে স্বল্প মেয়াদী কোর্সে সুযোগ পান। তারপরে রাজশাহী বিকেএসপিতে দুই মাসের অনুশীলনের পর ঢাকা বিকেএসপিতে স্বল্প মেয়াদী কোর্সে সুযোগ পান। পরবতর্তীতে তিনি ২০১৪ সালে বাফুফে একাডেমিতে সুযোগ পান।
আবদুল্লাহ পেশাদার ফুটবল খেলা শুরু করে তৃতীয় বিভাগ ফুটবল লীগ দিয়ে। প্রথমবার লীগে অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয় দলটি। সেন্টার মিডফিল্ড পজিশনে খেলে দিলকুশা স্পোর্টিং ক্লাবের হয়ে পুরো তৃতীয় বিভাগ ফুটবল লীগ মাতিয়েছেন গ্রাম থেকে উঠে আসা এই উদীয়মান খেলোয়াড়। বর্তমানে বি-লীগে আরামবাগের হয়ে মূল একাদাশে খেলছেন আব্দুল্লাহ।
আবদুল্লার ভবিষ্যত পরিকল্পনা প্রথমে অনুর্ধ্ব-১৯ দলে খেলা। এরপর ২০১৮ সালের মধ্যে জাতীয় দলে সুযোগ তৈরি করা।
আব্দুল্লাহ পারভেজ স্বপ্ন দেধনফঁষষধয-২খেন বাংলাদেশ ফুটবলের হারানো গৌরব ফিরে পাবে। যদিও বর্তমানে ফুটবলের চেয়ে ক্রিকেটের জনপ্রিয়তা বেশি। কিন্তু ভাল মানের ফুটবল খেলার মধ্য দিয়ে দেশে ফুটবলের জনপ্রিয়তা ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন এই তরুণ ফুটবলার।
ফুটবলে আবদুল্লাহ্র আদর্শ হচ্ছে স্পেন এবং বার্সেলোনার ফুটবল তারকা ইনিয়েস্তা। তিনি ইনিয়েস্তার খেলা অনুকরণ করার চেষ্টা করনে। তবে তার প্রিয় ফটবলার হচ্ছেন মেসি।
১৯৯৭ সালের ১৬ই অক্টোবর সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার মনোহরা গ্রামে তার জন্ম। তিনি বর্তমানে ইন্টারমিডয়েট সেকন্ড ইয়ারে পড়েন। আবদুল্লাহ্ ফুটবল খেলার পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যেত চান।