মুস্তাফিজের কাটারের খ্যাতি তো জগতের সব ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীর মুখে মুখে। ভারতে গেলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এবার আইপিএল খেলতে। সেখানে যাওয়ার আগে মুস্তাফিজের ইংরেজি না জানা নিয়ে বাংলাদেশের ভক্তদের মনে একটু চিন্তা কাজ করছিলো। সবার ভালোবাসার এই খেলোয়াড়টি নিজেকে মানিয়ে নিতে পারবেন তো সবার সঙ্গে? ওদের ভাষা জানেন না, এর আগে একা বিদেশে খেলার অভিজ্ঞতাও নেই, কিভাবে এই নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেবেন? এসব টেনশনে আবার পারফরমেন্সে প্রভাব পড়বে না তো?
যদিও মুস্তাফিজ যাওয়ার আগে সবাইকে আশ্বস্ত করে গেছেন যে ভাষা কোনও সমস্যা হবে না। হয়তো হায়দ্রাবাদ ম্যানেজমেন্টও সেই বিষয়টি ভেবেই রেখেছেন। তবুও আরেকটি শঙ্কা কিন্তু থেকেই যায়, সবাই ভিনদেশী, মানাতে পারবেন?
মোস্তাফিজের হায়দ্রাবাদ থেকে প্রাপ্ত ছবিতে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সেখানে ট্রেন্ট বোল্ট, শেখর ধাওয়ান, যুবরাজদের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজেই সময় কাটছে এই কাটারবয়ের। সবাই মিলে পুল খেলছেন।
ছবিতে তাকে বেশ হাস্যজ্জ্বলই দেখা যাচ্ছে। ভক্তরা এবার তাই নিশ্চিন্ত হতেই পারেন।