বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বলছি ‘৭৩ সালের কথা, এক বছরেই ৫৬ থানা আর ফাঁড়ি লুট


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৪.২০১৬

Motiur-Rahman-400x267
ডেস্ক রিপোর্টঃ

পত্রিকার পাতা উল্টালেই থানা আর পুলিশ ফাঁড়ি লুটের খবর। সিটি রাউন্ড-আপ যেদিন থাকতো সেদিন তো এই খবর লিখতেই হতো। যোগাযোগ অবস্থা তখন মোটেই ভালো নয়। বলছি ‘৭৩ সালের কথা। জেলা শহর ছাড়া থানা সদরে যোগাযোগ করা প্রায় অসম্ভব ছিল। এই এক বছরেই ৫৬টি থানা আর ফাঁড়ি লুট হলো। ভাবা যায়, সেদিনের অবস্থা। প্রায় প্রতিদিনই এ রকম খবর আসতে লাগলো। কারা করছে এসব? সাধারণভাবে বলা হতো, পূর্ববাংলা সর্বহারা পার্টির কথা। নেতৃত্বে ছিলেন সিরাজ সিকদার। জাসদই বা কম কিস্তে স্বাভাবিক রাজনীতি ইস্তফা দিয়ে তারা তখন সশস্ত্র বিপ্লবে। থানা লুট থেকে শুরু করে মানুষ খুনের রাজনীতি বেছে নেয় বৈজ্ঞানিক সমাজতন্ত্রের সেøাগানধারীরা। অবশ্য স্বাভাবিক রাজনীতির পথ রুদ্ধ করে দেয়া হয়। ১৯৭৩ সালের নির্বাচনে জাসদ অংশ নিয়েছিল। ফলাফল পাল্টে না দিলে রাজনীতির ইতিহাস অন্য হতে পারতো। নির্বাচনে ব্যাপক কারচুপি করা হয়। ব্যালট বাক্স ছিনতাই তখন থেকেই শুরু। ডাকসু নির্বাচনও প- হয়েছিল বাক্স ছিনতাইয়ের কারণে। সেদিনের কথা কি আর বলবো। দিনভর প্রাণচাঞ্চল্য। স্বাধীনতার পর প্রথম ডাকসু নির্বাচন। দু’টি প্যানেলে নির্বাচন সম্পন্ন হয়। মুজিববাদী ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন যৌথ প্যানেল দেয়। অপরদিকে জাসদ ছাত্রলীগ সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে। ভোটগ্রহণ বলা চলে শান্তিপূর্ণ ছিল। সন্ধ্যায় যখন ভোট গণনা শুরু হয় তখন থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। জাসদ ছাত্রলীগ এগিয়ে। হঠাৎ অন্ধকার হয়ে গেল বিশ্ববিদ্যালয় এলাকা। এরপর গুলি আর বোমার আওয়াজ। কলা ভবনের পাশে ছিলাম। আরো দশ বারোজন সাংবাদিক। কোন্দিকে যাবো। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। এর মধ্যে গুলির শব্দে বুক কাঁপতে লাগলো। এসএম হলে গিয়ে আশ্রয় নিলাম। অনেক রাত পর্যন্ত সেখানেই থাকতে হলো। কারা যে এই বুদ্ধি ছাত্রলীগকে দিয়েছিল তা বহুদিন চেষ্টা করেও জানতে পারিনি।

জাসদের অদূরদর্শিতা ও হঠকারিতার মূল্য সে সময় তাদের হাজার হাজার কর্মীকে দিতে হয়। অনেকেই প্রাণ হারান। অনেকেই হন পঙ্গু। একদিকে রক্ষীবাহিনীর অ্যাকশন অন্যদিকে প্রতিবিপ্লবী তৎপরতা রুখতে সেনাবাহিনীও মোতায়েন করা হয়। ‘৭৩-এর নির্বাচনে কিন্তু যে ন’জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তার মধ্যে অন্তত ২ জন বল প্রয়োগ করে নির্বাচিত হন। পরবর্তীকালে এ নিয়ে তুমুল বিতর্ক হয়। কুমিল্লার দাউদকান্দিতে খন্দকার মোশতাক আহমেদ তো হেরে বসেছিলেন। পরে তাকে জয়ী ঘোষণা করা হয়। এটা ছিল এক কলঙ্কজনক অধ্যায়। মোশ্তাক সেদিন পরাজিত হলে রাজনৈতিক রঙ্গমঞ্চ থেকে ছিটকে পড়তেন। জাসদের রশীদ ইঞ্জিনিয়ার বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। ‘৭৩ সালের ২০শে জুলাই দেশব্যাপী সেনা মোতায়েন করা হয়। অন্যতম উদ্দেশ্য অবৈধ অস্ত্রধারীদের পাকড়াও করা। সেনাবাহিনী যখন সফল হতে যাচ্ছিলো তখন আওয়ামী লীগ নেতারা এলাকা ছেড়ে ঢাকায় প্রতিবাদ করতে লাগলেন। তাদের কথা, দলীয় নেতাকর্মীদেরকে অযথা সেনাবাহিনী হয়রানি করছে। ফল যা হওয়ার তাই হয়েছিল। এক সকালে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। যে ভুলটি বিএনপি করেছিল ২০০১-এ ক্ষমতায় আসার পর অপারেশন ক্লিনহার্ট বন্ধ করে। সে ভুল আওয়ামী লীগ করেছিল প্রায় ৩০ বছর আগে। অবৈধ অস্ত্রধারী, খুনি কিংবা সন্ত্রাসী যেই হোক তাকে দলে টানার ফল আখেরে ভালো হয় না। জনগণের শক্তির কাছে এরা খড়কুটো। মানুষ নীরব থাকে ঠিকই। কিন্তু নিরাপদ বাক্স পেলে তার বদলা নেয়। আর যদি বাক্সই না থাকে তখন কি করবে জনগণ? অপেক্ষার পালা। হাজার হাজার মানুষের পায়ে পা রেখে হেঁটে চলা- সাময়িককালের জন্য থেমে যায় ঠিকই। বেশিদূর কি অপেক্ষা করতে হয়?

মনে পড়ে ১৯৭৩ সালের ৬ই জুনের ঘটনা। বরিশালের চরফ্যাশন থানা লুট হয়েছে। হামলা হয়েছে রামগড়ের জালিয়া ফাঁড়িতে। টেলিযোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ। হ্যালো, হ্যালো বলতে বলতে নাভিশ্বাস। আজকের কথা ভাবি। এখন তো খুনের ঘটনা, দুই পরিবারের মারামারি টেলিভিশনের স্ক্রলে এসে যায় মুহূর্তেই। পত্রিকার পাতায় খুন আর অস্ত্র লুটের খবরে শাসক মহলে দারুণ অস্থিরতা। প্রশাসনিক কোনো পদক্ষেপই কাজে আসছে না। বিশেষ ক্ষমতা আইন জারি করেও সংবাদপত্রকে দমানো যাচ্ছে না। প্রেস অ্যান্ড পাবলিকেশন্স অ্যাক্ট তো জারি রয়েছে। কথায়-কথায় পত্রিকা বন্ধ করা হচ্ছে। সাংবাদিকদেরও জেলে নেয়া হচ্ছে। পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না দেখে নীতিনির্ধারকরা বৈঠকের পর বৈঠকে বসলেন। কিভাবে সামাল দেয়া যায়। একটাই অস্ত্র রয়েছে। আর সেটা হলো জরুরি অবস্থা জারি করা। অনেক চেষ্টা-তদবিরের পর ২০শে সেপ্টেম্বর-’৭৪ প্রেসিডেন্টকে দেশে জরুরি অবস্থা জারি করার ক্ষমতা দিয়ে সংসদে বিল পাস হলো। অবশেষে ২৮শে ডিসেম্বর দেশে জরুরি অবস্থা জারি করা হয়। মৌলিক অধিকার স্থগিত। ফের হাত বাঁধা। ধর্মঘট, লকআউট নিষিদ্ধ। সংবাদপত্রের কণ্ঠরোধ হয়ে গেল। জীবন ও ব্যক্তি স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাকস্বাধীনতা খর্ব হয়ে গেল। এসব অধিকার রক্ষায় কারো উচ্চ আদালতে যাওয়ার পথও রুদ্ধ হয়ে গেল। সরকারের তরফে জরুরি অবস্থা জারির কারণ হিসেবে বলা হলো- রাষ্ট্রবিরোধী একটি মহলের তৎপরতায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। তারা হত্যাকা- চালাচ্ছে। বহু দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হত্যা করেছে। এমনকি ঈদের জামাতেও সংসদ সদস্য গোলাম কিবরিয়া নিহত হয়েছেন। অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হচ্ছে। সংবিধান তিন বছর ধরে গণতান্ত্রিক পরিবেশের নিশ্চয়তা দিয়েছে। সরকার তা সমুন্নত রেখেছে। কিন্তু সমাজবিরোধী একটি মহল সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারগুলো অপব্যবহার করছে। তারা বার বার হত্যাকা-, হিংসাত্মক, নাশকতামূলক ও ধ্বংসাত্মক কাজ বেছে নিয়েছে। এই অবস্থায় জনগণের নিরাপত্তা বিধানকল্পে জরুরি অবস্থা জারি করা ছাড়া সরকারের হাতে আর কোনো বিকল্প নেই।

অথচ মাত্র দু’বছর আগে ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর সংবিধান প্রণীত হয়েছে। যে সংবিধান নিয়ে গর্ব করা যায়। পৃথিবীর খুব কম দেশই আছে যারা স্বাধীনতার এত কম সময়ে সংবিধান রচনা করতে পেরেছে। সংবিধানটি এতটাই গণতান্ত্রিক, উন্নত যে কোনো দেশের সংবিধানের সঙ্গে তুলনা করা যায়। যদিও পরবর্তীকালে এই সংবিধান রক্তাক্ত হয়েছে। সংযুক্ত হয়েছে রাষ্ট্রের মূল চেতনা-বিরোধী বেশকিছু ধারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি