বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশের কারাগারগুলোও বন্ধ হয়ে যাক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৬

1391606733-400x380
ডেস্ক রিপোর্টঃ

কদিন আগে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে মাওয়া গিয়েছিলাম। ফেরার পথে হঠাৎ দেখি চারপাশের বিরান মাঠের মাঝখানে সুরম্য কিছু ভবন। দেখে ভাবলাম কোনো হাউজিং প্রকল্প। ভালোই লাগল। বাহ, এমন খোলামেলা জায়গায় আবাসিক প্রকল্প, থাকার জন্য নিশ্চয়ই চমৎকার হবে। কিন্তু একটু পরেই ভুল ভাঙল। আবাসিক বটে, তবে সাধারণ মানুষের জন্য নয়। এটি অপরাধীদের আবাসিক এলাকাÑ নতুন কেন্দ্রীয় কারাগার। সত্যি বলতে কি, এমন চমৎকার খোলামেলা পরিবেশে কারাগার দেখে আমার পলকের জন্য কারাগারে যেতে ইচ্ছা করছিল। রোববার প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সেই কারাগারের দ্বার উšে§াচন করলেন। পুরান ঢাকার ঘিঞ্জি এলাকা থেকে কেন্দ্রীয় কারাগার এখন চলে যাবে কেরানীগঞ্জের মনোরম পরিবেশে। দেশের তো বটেই, এটি নাকি এশিয়ার সবচেয়ে বড় ও সুন্দর কারাগার। কিন্তু এই অর্জনটি আমাদের গর্বিত করে না।

কয়েকদিন আগে একটা খবর দেখে চমকে গিয়েছিলাম। নেদারল্যান্ডসে গত দুই বছরে কয়েদির অভাবে অন্তত ২৩টি কারাগার বন্ধ করে দেয়া হয়েছে। চমকে গেছি এ জন্য, এক সময় বিশ্বে ওলন্দাজদের পরিচিতি ছিল জলদস্যু হিসেবে। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদেরও  আগে ওলন্দাজ জলদস্যুরা এসেছিল। সেই জলদস্যুরা আজ সভ্য হয়ে গেছে। তারা কয়েদির অভাবে কারাগার বন্ধ করে দেয়। আর আমরা কিনা নতুন নতুন কারাগার বানাই। তাও দেশের সবগুলো কারাগারেই উপচেপড়া ভিড়, ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি। অথচ নেদারল্যান্ডস ইউরোপের সবচেয়ে কম ধর্ম পালনকারী দেশ। আর আমরা কথায় কথায় ধর্মের দোহাই দেই, কিন্তু অপরাধে এগিয়ে থাকি। ধর্ম কেন আমাদের রক্ষা করতে পারে না?

নতুন কারাগারের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কারাগার হবে অপরাধীদের সংশোধনাগার। অপরাধীদের শাস্তি দেয়া নয়, অপরাধপ্রবণতা কমানোই সরকারের লক্ষ্য। তবে বিপদটা প্রধানমন্ত্রীও জানেন। তিনি বলেছেন, ছোট চোর কারাগারে এসে আরও বড় চোরদের সাথে মিশে বড় অপরাধী হয়ে যায়। তিনি অপরাধপ্রবণতা কমাতে, কারাগারকে সংশোধনাগার করতে নানা পদক্ষেপের কথা বলেছেন। বলেছেন, অপরাধীরা কারাগারে আয়ের করার সুযোগ পাবে। সে টাকা পরিবারের কাছে পাঠানোরও সুযোগ পাবে। কারণ একজনের শাস্তিতে আসলে পুরো পরিবার শাস্তি পায়। অপরাধীরা যাতে স্বজনদের সাথে যোগাযোগ রেখে মানসিকভাবে দৃঢ় থাকতে পারে, সে জন্য কারাগারে তিনি টেলিফোন সংযোগ রাখারও পরামর্শ দেন। তিনি বন্দিদের প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরও কর্মমুখী জনশক্তিতে রূপান্তরের পরামর্শ দেন। আমরাও প্রধানমন্ত্রীর আকাক্সক্ষার সাথে একমত। দেশের কারাগারগুলো যাতে সত্যি সত্যি সংশোধনাগারে পরিণত হয়। আমরাও যাতে একদিন নেদারল্যান্ডসের মতো কারাগার বন্ধ করে ফুলবাগান বানাতে পারি।

তবে বিরোধী দলকে যেভাবে দমন করা হচ্ছে, তাদের বিরুদ্ধে যেভাবে একের পর এক মামলা দেয়া হচ্ছে; তাতে ভবিষ্যতে হয়ত আরও কারাগার বানাতে হবে। আর বাংলাদেশের রাজনীতির যে প্রতিহিংসাপরায়ণতা, তাতে ভবিষ্যতে বিরোধী দলে গেলে হয়ত এই নতুন কারাগারের সুবিধা আওয়ামী লীগ নেতারাই পাবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি