বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ঋণ কেলেঙ্কা‌রিতে বেসিক ব্যাং‌কের জিএম রিমান্ডে


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৬

High-Court-400x246
ডেস্ক রিপোর্টঃ

বেসিক ব্যাংকের ঋণ কে‌লেঙ্কা‌রির ঘটনায় দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জিএম) জয়নাল আবেদীনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুনানি শেষে সোমবার ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ এপ্রিল আসামি জয়নাল আবেদীনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার  তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মোরশেদ আলম। ওই দিন আদালত সোমবার রিমান্ড শুনানির দিন ঠিক করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রিমান্ড আবেদনে বলা হয়, এই মামলার  আসামি জয়নাল আবেদীনের প্রত্যক্ষ সহযোগিতায় প্রায় ৫৩ কোটি ৮০ লক্ষ ৫৯ হাজার ৪শ টাকা আত্মসাৎ করা হয়। গ্রাহকের নামে আরো দায় থাকা সত্ত্বেও এবং ঋণ গ্রহনের কোন যোগ্যতা না থাকা সত্ত্বেও কেন এই আসামি ঋণ প্রস্তাবটি প্রধান কার্যালয়ে প্রেরণ করলেন এবং অবৈধভাবে গ্রাহকের সিডি হিসাবে অর্থ স্থানান্তর করে গ্রাহক কর্তৃক অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়া এবং ওই অর্থের বর্তমান অবস্থান জানার জন্য এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের পক্ষে রিমান্ড শুনানি করেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও কবির হোসেন। তারা এই আসামির সাত দিনই রিমান্ড মঞ্জুরের আবেদন করেন।

আসামিপক্ষে কাজী নজিবুল্লাহ হিরু রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন।

গত ৫ এপ্রিল দুপুরে রাজধানীর সেনা কল্যাণ ভবনের সামনে থেকে দুদক তদন্ত দলের প্রধান ও দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন তাকে গ্রেফতার করেন।

উল্লেখ্য,গত বছর ১০ সেপ্টেম্বর বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় মোট ৫৪টি মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন। প্রথমে এই ঋণ জালিয়াতির ঘটনা ধরা পড়ে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে। কোন প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে অস্তিত্বহীন বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দেয়া হয়েছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদন দুদকে অভিযোগ আকারে পাঠানো হয়।

এসব মামলায় ব্যাংক কর্মকর্তাদের মধ্যে সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম, ডিএমডি মো. সেলিম, ডিজিএম এমদাদুল হক, ফজলুস সোবহান, প্রধান কার্যালয়ের ক্রেডিট কমিটির সদস্যসচিব এ মোনায়েম খান, ডিএমডি কনক কুমার পুরকায়স্থ,  ক্রেডিট কমিটির জিএম মো. মনিরুজ্জামান ও শাহ আলম ভূঁইয়া, ডিজিএম খান ইকবাল হাসান, জিএম মোহাম্মদ আলী চৌধুরী, সহকারী মহাব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান এবং ঋণ গ্রহণকারী ভুয়া প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীসহ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি