বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ড্রোন দিয়ে বড় ধরণের জঙ্গি নাশকতার আশঙ্কা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৬

drone1-400x257

ডেস্ক রিপোর্টঃ

প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেশে বাণিজ্যিকভিত্তিতে ড্রোনের ব্যবহার ‘উদ্বেগজনক’ হিসেবে আখ্যা দিয়ে সরকারকে প্রতিবেদন দিয়েছে একটি গোয়েন্দা সংস্থা।

গোয়েন্দাদের পর্যবেক্ষণ অনুযায়ী- বর্তমানে দেশে প্রযুক্তিগতভাবে এবং জঙ্গি কার্যক্রমে দীক্ষিত অনেক তরুণ সন্ত্রাসী কার্যক্রমের অপপ্রয়াসে লিপ্ত থাকার আশঙ্কা করা হচ্ছে। এদের মাধ্যমে কেপিআইসহ সব স্পর্শকাতর স্থাপনায় ড্রোনের সাহায্যে আকস্মিকভাবে বড় ধরণের নাশকতা বা দুর্ঘটনা ঘটার আশঙ্কা অমূলক নয়।

পহেলা বৈশাখকে কেন্দ্র করে চলতি মাসের প্রথম সপ্তাহে গোয়েন্দা সংস্থাটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রতিটি থানার পাশাপাশি আট জোনের ডেপুটি কমিশনারের (ডিসি) কাছেও প্রতিবেদনটি পাঠিয়েছে বলে সূত্রে জানা গেছে

প্রতিবেদনে ড্রোন আমদানি, ব্যবহার সম্পর্কে কঠোর নির্দেশনা ও সুপারিশ রয়েছে গোয়েন্দাদের।

সুপারিশের একটি অংশে বলা আছে- প্রতিবেশী দেশ থেকে অননুমোদিত ড্রোন যাতে প্রবেশ না করতে পারে, সেজন্য বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) সংশ্লিষ্ট বাহিনী বা সংস্থার যৌথ নজরদারিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের। এজন্য উন্নত বিশ্বের মতো ‘ড্রোন প্রতিরোধক সফটওয়্যার’ তৈরি বা আমদানির বিষয় বিবেচনা করা যেতে পারে।

জানা গেছে, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর রাতে রাজধানীর যাত্রাবাড়ির একটি বাড়ি থেকে তানজিল হোসেন বাবু ও গোলাম মাওলা মোহন নামের ওই দুই যুবককে আটক করেছিল পুলিশ। যারা আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য বলে জানানো হয়েছিল। গোয়েন্দা পুলিশ জানায়, তাদের কাছ থেকে দূর নিয়ন্ত্রিত ড্রোন বা কোয়াডকপ্টার তৈরির যন্ত্রপাতি এবং সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল।

ড্রোন ব্যবহার করে দেশে জঙ্গি হামলার পরিকল্পনার কথা এ ঘটনার মাধ্যমেই প্রথম শোনা গিয়েছিল।

তাদের জিজ্ঞাসাবাদ শেষে তৎকালীন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশার মনিরুল ইসলাম জানিয়েছিলেন, ‘দূর নিয়ন্ত্রিত ড্রোনের সাহায্যে তারা ওপর থেকে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ছয় মাস ধরে তারা ড্রোন তৈরির জন্য গবেষণা ও কার্যক্রম চালাচ্ছে। তারা নাকি ড্রোন তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। আরও কিছু টেকনিকাল সাপোর্ট পেলেই তারা এটি তৈরি করতে পারত।

খেলনা হেলিকপ্টারের চেয়ে একটু উন্নত প্রযুক্তি ব্যবহার করে তারা ড্রোনটি তৈরি করছিল বলে জানিয়েছিলেন মনিরুল ইসলাম। তার কথায়, ২০-৩০ তলা উঁচু ভবনে হামলা চালানোর জন্য ড্রোনটি তৈরি করছিল জঙ্গিরা।

গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে- খোলা বাজারে ড্রোন বা ড্রোন সদৃশ খেলনা বিক্রয় বন্ধসহ ভবিষ্যতে অবৈধভাবে নির্মাণ বা আমদানিকৃত ড্রোন দ্বারা যে কোনো ধরণের নাশকতা বা দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে আইন শৃক্সখলা রক্ষকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে আরও তৎপর-প্রশিক্ষিত করা দরকার।

গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী- এরইমধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে বেশকিছু অবৈধ ড্রোন আটক করা হয়েছে। প্রযুক্তিগতভাবে দক্ষ দেশিয় জঙ্গি সংগঠনগুলোর মধ্যে ড্রোন তৈরি, সংগ্রহ করার অপচেষ্টা আছে। বর্তমানে বিশ্বব্যাপী জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠীর ড্রোন হামলা-নাশকতা চালানোর নানা পদ্ধতি রপ্তকরণ ও ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ার আশঙ্কা থেকে যায়। যা জাতীয় নিরাপত্তার স্বার্থে অত্যন্ত ঝঁকিপূর্ণ।

তবে জাতীয় স্বার্থে সরকারের অনুমতি নিয়ে নিয়মানুযায়ী দেশের জনকল্যানকর এবং গবেষণামূলক কাজসহ আর্তমানবতার সেবায় ড্রোনের বহুবিধ ব্যবহারকে উৎসাহ প্রদানের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। দেশে ড্রোন আমদানি-বিপণন- ব্যবহার সম্পর্কিত কোনো স্বতন্ত্র নীতিমালা নেই, প্রতিবেদন অনুযায়ী।

স্বশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ের মাধ্যমে প্রতিরক্ষা ও বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক ড্রোন উড়োযান সম্পর্কে স্বতন্ত্র নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে গোয়েন্দারা।

প্রতিবেদনে বলা হয়েছে- উড়োযান ব্যবহার করে আকাশ আলোকচিত্র ধারণ প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত বিধিবিধান আছে। সে অনুযায়ীÑ যে কোনো আকাশ আলোকচিত্র ধারণে নিয়মানুযায়ী ওই বিধিবিধান অনুসরণ করা শর্তস্বাপেক্ষে অনুমতি প্রদান করা হয়ে থাকে। এর মধ্যে আকাশ আলোকচিত্র ধারণকালে সব শ্রেণীভূক্ত কেপিআই এলাকার চিত্র ধারণ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের বিষয় অন্যতম। কেপিআই নিরাপত্তা নীতিমালা ২০১৩ অনুযায়ী- বিশেষ শ্রেণীর কেপিআই (বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়) সমূহকে নো ফ্লাইং জোন হিসেবে ঘোষণার বিষয় বলা আছে। উন্নত বিশ্বের কিছু দেশের রাজধানী বা স্পর্শকাতর এলাকাসমূহে নিরাপত্তা স্বার্থে ড্রোন উড়ানো নিষেধ করা করা হয়েছে।

সুপারিশে বলা আছে- জাতীয় নিরাপত্তার স্বার্থে সব শ্রেণীর কেপিআইসহ রেস্ট্রিকটেড/প্রটেকটেড এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধসহ কমপক্ষে ১০ কিলোমিটার ব্যাপী ড্রোনের ব্যবহার তথা সব কার্যক্রম নিষিদ্ধকরণ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি