শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বায়োমেট্রিক পদ্ধতি বৈধ : হাইকোর্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৬

14537136551-400x232

ডেস্ক রিপোর্টঃ

কিছু নির্দেশনা দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে (ফিঙ্গার প্রিন্ট) মোবাইল সিম নিবন্ধন বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগির হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ দায়ের করা রিট খারিজ করে দিয়ে এ রায় দেন।

গত রোববার (১০ এপ্রিল) সিম নিবন্ধন সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ (১২ এপ্রিল, মঙ্গলবার) দিন ঠিক করেন।

এর আগে এই রুলের ওপর ৩ ও ১০ এপ্রিল শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিহ উজ্জামান ও ব্যারিস্টার অনীক আর হক। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার মো. মোক্তাদির রহমান।

অপর দিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ব্যারিস্টার রেজা-ই রাকিব বিটিআরসির পক্ষে শুনানি করেন। এছাড়া মোবাইল ফোন অপারেটর রবির পক্ষে ছিলেন ব্যারিস্টার ফতেমা আনোয়ার।

অনীক আর হক সাংবাদিকদের জানান, রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয়েছে, আদালত আজ (মঙ্গলবার) রুল নিষ্পত্তি করে রায়ের দিন ঠিক করেছেন।

এর আগে গত ৯ মার্চ রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী এসএম এনামুল হক। পরে গত ১৪ মার্চ বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ।

একইসঙ্গে এক সপ্তাহের মধ্যে বিটিআরসির চেয়ারম্যান ও ডিজি, প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় পরিচয়পত্র উইংয়ের ডিজি, স্বরাষ্ট্র, আইন, ডাক তার ও টেলিযোগাযোগ সচিব, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, সিটিসেল ও টেলিটক কর্তৃপক্ষকে এ রুলের জবাব দিতে বলা হয়।

রিটের পক্ষের আইনজীবীরা বলেন, গত বছরের ১৩ ডিসেম্বর বিটিআরসি বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য ৬টি মোবাইল কোম্পানির প্রতি সার্কুলার জারি করে। মোবাইল কোম্পানিকে দিয়ে এটা বিটিআরসি করতে পারে না।

সংবিধানের ৪৩ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃক্সখলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের- (ক) প্রবেশ, তল্লাশি ও আটক হইতে স্বীয় গৃহে নিরাপত্তালাভের অধিকার থাকিবে; এবং (খ) চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা রক্ষার অধিকার থাকিবে।’

এছাড়া টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ এর ৩১ ধারার মধ্যে এটা পড়ে না। তাই সংবিধান ও এ আইন মতে এটা বে আইনি।

তিনি আরো বলেন, বিটিআরসি মাত্র ২.৯৮ শতাংশ সিম নিয়ন্ত্রণ করেন। বাকি ৯৭.০২ শতাংশ বিদেশিরা নিয়ন্ত্রণ করেন। সুতরাং এখানে আমাদের নিরাপত্তা কি। আমরা বিদেশি বিভিন্ন তথ্য প্রমাণ দিয়েছি। যেখানে আঙ্গুলের ছাপ অবৈধ ঘোষণার সিদ্ধান্ত রয়েছে।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ার পর থেকে আঙুলের ছাপ না দিয়ে নতুন সিম কেনা যাচ্ছে না। পাশাপাশি বায়োমেট্রিক পদ্ধতিতে পুরনো সিমের পুননিবন্ধন চলছে, যা এপ্রিলের মধ্যে শেষ করার পরিকল্পনার কথা বলে আসছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি