বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৩ প্রকল্পে বরাদ্দ ১২৯৪ কোটি টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৬

url41
ডেস্ক রিপোর্টঃ

পুলিশ, বিজিবি’র বহুতল আবাসিক ভবন নির্মাণসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৩টি প্রকল্পের জন্য বরাদ্দ এক হাজার ২শ ৯৪ কোটি ৮৪ লাখ টাকা। অনুমোদিত এসব প্রকল্পের বরাদ্দের টাকা ছাড়করণে অর্থ মন্ত্রণালয় প্রক্রিয়া শুরু করেছে।

এদিকে, দেশের ১৯টি জেলা ও ইউনিটে অস্ত্র ও গোলাবারুদের মজুদাগারসহ নতুন অস্ত্রাগার নির্মাণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এখাতে বরাদ্দ ধরা হয়েছে ৬১ কোটি ৯৩ লাখ ৬৪ হাজার টাকা। প্রকল্প বাস্তবায়নকাল ধরা হয়েছে জুলাই ২০১৬ থেকে জুন ২০১৭ পর্যন্ত।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, পুলিশ বিভাগের ৫০টি সার্কেল এএসপি অফিস কাম বাসভবন নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৮ কোটি ২৮ লাখ ৯৯ হাজার টাকা। নির্মাণকাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে জুন ২০১৮ পর্যন্ত।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সীমান্ত এলাকায় ৬০টি বিওপি নির্মাণ প্রকল্পে ৮৩ কোটি ৫৪ লাখ ৬৭ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। জুন ২০১৭তে এ নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে।

বিজিবির সদর দফতর জেসিও ও অন্যান্য পদবিদের ২টি ১৫ তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫৮ কোটি ৬৯ লাখ টাকা। এ নির্মাণকাজ জুন ২০১৭তে শেষ করতে বলা হয়েছে।

সিআইডি, পিবিআইসহ ৯টি পুলিশ সুপার ভবন নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭৪ কোটি ৭৩ লাখ ৬৪ হাজার টাকা। এ প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে জুলাই ২০১৬ থেকে জুন ২০১৮ পর্যন্ত।

পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে ১২টি ব্যারাক ভবন নির্মাণ খাতে ২শ ১৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এ প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে জুলাই ২০১৬ থেকে জুন ২০১৮ পর্যন্ত।

এসবি ও সিআইডি ভবন ৭ম তলা থেকে ১১ তলা পর্যন্ত ঊর্ধ্বমুখি সম্প্রসারণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৯২ লাখ ৬৬ লাখ টাকা। এ নির্মাণকাজ জুন ২০১৭তে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ঢাকার এসবি ট্রেনিং সেন্টার নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৫৮ লাখ ৬০ লাখ টাকা। এ নির্মাণকাজ জুন ২০১৮তে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এনটিএমসি অফিস ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ১৮ লাখ টাকা। এ নির্মাণকাজ জুন ২০১৭তে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার সম্প্রসারণ ও আধুনিকায়নে বরাদ্দ ধরা হয়েছে ১শ ২৭ কোটি ১২ লাখ ৮৯ হাজার টাকা। এ নির্মাণ কাজ জুন ২০১৮তে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রাজশাহীতে কারা প্রশিক্ষণ একাডেমি নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি ৪২ লাখ ৩৬ হাজার টাকা। এ নির্মাণকাজ জুন ২০১৮তে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের ৩টি স্টেশনে প্রশাসনিক ভবন ও নাবিক নিবাস প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৭৬ লাখ ৪০ লাখ টাকা। এ নির্মাণকাজ জুন ২০১৮তে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অ্যানহ্যান্সমেন্ট অব অপারেশনাল ক্যাপাবিলিটি অব বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য ব্যয় ধরা হয়েছে ৪শ ৬৮ কোটি ২২ লাখ ৭০ হাজার টাকা। এ নির্মাণকাজ জুন ২০১৮তে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি