বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পাট উৎপাদনে দ্বিতীয় বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৪.২০১৬

pat20151109034942-400x208
ডেস্ক রিপোর্ট :

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী রপ্তানিকৃত কৃষি পণ্যের প্রথম স্থানে রয়েছে পাট ও পাটজাতীয় পণ্য। ২০১০-১১ অর্থবছরে পণ্যটির রপ্তানি হয়েছিল ১ লাখ ৫৫ হাজার ৯৪৮ টন। পাঁচ বছরে ৩ লাখ ৪১ হাজার ৭৩৭ টন বেড়ে ২০১৪-১৫ অর্থবছরে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৯৭ হাজার ৬৮৫ টনে। যা প্রায় ৩ গুণেরও বেশি।

পাট উৎপাদনকারী দেশ সমূহের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে। ২০১২ সালে বাংলাদেশে পাট উৎপাদনের পরিমাণ ছিল ১৪ লাখ ৫২ হাজার ৪৪ মেট্রিক টন। বাংলাদেশ সারাবিশ্বে উৎপাদিত পাটের ৪১ দশমিক ৯ শতাংশ পাট উৎপাদন করে। একই বছর প্রথম পাট উৎপাদনকারী দেশ ছিল ভারত। দেশটির পাট উৎপাদনের পরিমাণ ১৯ লাখ ১০ হাজার মেট্রিক টন। যা পুরো বিশ্বে উৎপাদিত পাটের ৫১ দশমিক ১ শতাংশ। এর পর রয়েছে চীন, উজবেকিস্তান ও নেপাল। দেশগুলো যথাক্রমে চীন ১ দশমিক ৩ শতাংশ, উজবেকিস্তানের উৎপাদন দশমিক ৫৭ শতাংশ এবং নেপাল দশমিক ৪১ শতাংশ পাট উৎপাদন করে। তথ্য : লো-ক্যাম্প নামক একটি প্রতিষ্ঠানের।

জীবন রহস্য আবিষ্কারের ফলে পাটের প্রতি নতুন করে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি কেড়েছে। পাটজাতপণ্য পরিবেশ সম্মত হওয়ার কারণে সারাবিশ্বে পাটের চাহিদা আছে। বর্তমান সরকার বন্ধ পাটকল চালু ও দেশের অভ্যন্তরে পাটজাত পণ্যের বাজার সৃষ্টিতে মনোযোগ দেওয়ার ফলে পাটের সুদিন ফিরতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় দেশের পাটকলগুলোকেও বিএমআরই করার উদ্যোগ নিয়েছে। এর ফলে দেশে মানসম্মত পাটজাতপণ্য উৎপাদন হবে। এতে দেশে পাটজাত পণ্যের চাহিদার পাশাপাশি বিদেশে রপ্তানি বাড়বে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি