বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্লাস্টিক রিসাইক্লিং খাতের অবদান প্রায় ৩ হাজার কোটি টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৬

plastic-400x264

ডেস্ক রিপোর্ট :

প্রাতিষ্ঠানিক হিসাবে যুক্ত না হলেও বর্জ্য প্লাস্টিক রিসাইক্লিং খাত থেকে জাতীয় অর্থনীতিতে অবদান প্রায় ২ হাজার ৮ কোটি টাকার। রাজধানীর পুরান ঢাকার ৩শ কারখানায় রিসাইক্লিং থেকে তৈরি হচ্ছে তৈজস প্লাস্টিক পণ্য। রিসাইক্লিং প্লাস্টিক কারখানার মালিক ও অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির মূল হিসেবে এটা স্পষ্ট করে যুক্ত না হলেও প্লাস্টিকের ব্যবহার বাড়ায় এ অজানা অর্থনীতির আকারও বাড়ছে।

হাজার বোতল নিয়ে যার কারবার তিনি শেখ নাজির হোসাইন। দশ বছর আগেই তিনি চামড়া ব্যবসা করতেন। ক্ষতির মুখে পড়লে বোতল নিয়ে নতুন ব্যবসা শুরু করেন। দশ বছরে ব্যবসার উন্নতি এবং গৌরব দুটোই বেড়েছে।

শেখ নাজির হোসাইন বলেন, এগুলো যদি আমরা রিসাইক্লিং না করতাম তাহলে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হত। আমরা এই মালগুলো রিসাইক্লিং করায় টোকাইরা এই বোতলগুলো বিভিন্ন  জায়গা থেকে তুলে এনে আমাদের কাছে বিক্রি করতেছে এবং বিনিময়ে টাকা নিচ্ছে। আমরা এগুলোকে রিসাইক্লিং করে বিদেশে পাঠাচ্ছি। সরকার আমাদের এটার উপরে ১০% ইন্সেনটিভ দিচ্ছে।

ইদ্রিস আলী বলেন, হাজার হাজার প্লাষ্টিক বোতল নিয়ে যার কারবার। চারবছর আগে ঢাকায় এসেছিলেন। পেটের দায়ে ঢাকা এসে অশিক্ষিত ইদ্রিস পড়েন বড় বিপদে। কাজ না থাকায় বোতল কুড়াতেন। চারবছরের মধ্যে পরিত্যক্ত বোতলই হয়ে উঠে তার ব্যবসার মূল উপাদান।

আশিক ই রসুল প্লাষ্টিক কারখানার মালিক শেখ নাজির হোসাইন বলেন, টোকাইরা এই বোতলগুলো পথ-ঘাট থেকে কিনে এনে আমাদের কাছে বিক্রি করে। আমরা রিসাইক্লিং করে দেশের বাইরে পাঠাই।

ঢাকার কামরাঙ্গির চর লোহার ব্রীজের নীচে যেখানে ইদ্রিসের বোতলের স্তূপ তার পাশেই রিসাইক্লিং কারখানা। প্রতিদিন ৪ থেকে ৫ টন প্লাস্টিক রিসাইক্লিং হয় ওই কারখানায়।

ঢাকায় এ ধরনের কারখানাতে রিসাইক্লিং হওয়া প্লাস্টিক দানার একটি অংশ রপ্তানি হয় চীনে। বেশির ভাগ অংশ চলে যায় পুরোনো ঢাকার কারমরাঙ্গিরচরসহ ইসলামবাগ, লালবাগের রিসাইক্লিং প্লাস্টিক পণ্য তৈরির কারখানায়। মাত্র ১০ বছরে এধরনের কারখানা হয়েছে প্রায় ৩শ। প্রতিদিন কারখানায় প্লাস্টিক বিক্রি হয় ২-৩ লাখ টাকা। প্রতিমাসে বিক্রির পরিমান দাড়ায় প্রায় ২৭০ কোটি টাকা।

বিক্রমপুর প্লাস্টিক ম্যানেজার মুরাদ হোসেন বলেন, সপ্তাহে প্রায় ৮-১০ লাখ টাকার মাল ডেলিভারি দেই।

দৃশ্যমান অর্থনীতির আড়ালে এই ধরনের কারখানাগুলোতে যে প্লাস্টিক সামগ্রীগুলো তৈরি হচ্ছে সেগুলোর বাজার মূল্য নেহাতই কম নয়। যদিও বেস্টিক ও সামুস্টিক অর্থনীতিতে তা কতটা যুক্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

দেশের অর্থনীতির মূল হিসেবে প্লাস্টিক পণ্যের বাজার তার আকার নিয়ে আলোচনা রয়েছে। সামুস্টিক অর্থনীতিতে তার হিসাবও আছে। তবে অপ্রাতিষ্ঠানিকভাবে গড়ে ওঠা প্লাস্টিক কারখানার আকার ও অর্থনীতি এবং অবদান এখনও স্বীকৃত নয়।

সিডিপির অতিরিক্ত গবেষণা পরিচালক ড. মোয়াজ্জেম হোসেন বলেন, প্লাস্টিজাত পণ্যেও ক্ষেত্রে একটি বড় সমস্যা হচ্ছে এটি অনেক সময় ডিম্ব এক্সপোর্ট হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে তৈরি পোশাকখাতের ক্ষেত্রে সেসমস্ত পণ্যগুলো কি পরিমানে রপ্তানি হচ্ছে এবং এর যে একটা বিশাল অবদান রয়েছে সেসব কিন্তু ন্যাশনাল একাউন্টে পাওয়া যায় না।

দেশের বার্ষিক আমদানি রপ্তানি ও কর্মসংস্থানের হিসাবে আসুক বা নাই আসুক প্লাস্টিকের ব্যবহার বাড়ার সাথে সাথে ক্ষুদ্র ও মাঝারি শিল্প হিসেবে প্লাস্টিক রিসাইক্লিং কারখানা ও দৃশ্য অর্থনীতির নীরব বিস্তার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি