শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘সাশ্রয়ী’ বাতিতেও হচ্ছে না বিদ্যুৎ সাশ্রয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৬

bulb
ডেস্ক রিপোর্টঃ

দেশের বাজারে গত কয়েক বছরে ‘সাশ্রয়ী’ বৈদ্যুতিক বাতিতে (এনার্জি ইফিশিয়েন্ট বাল্ব) সয়লাব হয়ে গেছে। অনুমোদন নিয়ে মাত্র ১০টি প্রতিষ্ঠান দেশে উৎপাদন ও বিপণন করছে। কিন্তু নামে-বেনামে অর্ধশতাধিক কোম্পানির বাল্ব বাজারে বিক্রি হচ্ছে।

দেশে বর্তমানে ইনক্যানডেসেন্ট, সিএফএল ও এলইডি বাল্ব পাওয়া যায়। তবে নামে-বেনামে অনেক কোম্পানি সাশ্রয়ী বলে যেইবাল্বগুলো বিক্রি করছে এইবাল্বগুলোকে মানহীন ও ক্ষতিকর বলে মনে করেন গবেষকরা।

বিশেষজ্ঞদের মতে, বাজারের বেশির ভাগ বাতিই বিদ্যুৎ সাশ্রয়ী নয়। যে পরিমাণ আলো দেওয়ার কথা, তাও দেয় না। আর মানহীন এসব বাতিতে পারদসহ কিছু ক্ষতিকর ভারী ধাতু থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।

বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (বিসিএসআইআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শাহরিয়ার বশির বলেন, ‘লাল আলোর ইনক্যানডেসেন্ট বাল্বের মাধ্যমে গড়ে ৫ শতাংশ বিদ্যুৎকে আলো ও বাকি ৯৫ শতাংশ তাপ উৎপাদনে নষ্ট হতো। সিএফএল বাল্ব ২০ শতাংশ বিদ্যুৎ শক্তিকে আলোতে রূপান্তর করতে পারে। আর এলইডি ৫০-৬০ শতাংশ শক্তিকে আলোতে রূপান্তরে সক্ষম। ফলে একই পরিমাণ আলো উৎপাদনে প্রযুক্তির কারণে বিদ্যুৎ সাশ্রয় হয়েছে কয়েকগুণ।’

এলইডি বাতির দাম বেশি হলেও ব্যয়বহুল নয় উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আয়ুষ্কাল (লাইফটাইম) হিসাব করলে লাল আলোর বাল্ব  (১০০ ওয়াট) এক হাজার ঘণ্টা জ্বলে। এ ক্ষেত্রে সিএফএল সাত-আট হাজার ঘণ্টা জ্বলে। আর এলইডির আয়ুষ্কাল ৪০-৫০ হাজার ঘণ্টা। নষ্ট হলে এলইডি মেরামতযোগ্য। অর্থাৎ একবার কিনলে কয়েক বছর আর কিনতে হচ্ছে না। এ ছাড়া এলইডি অধিক বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় বিলও কম আসে।’

তবে বুয়েটের গবেষকরা বলছেন, একটি বাল্বের পারদ (মারকারি) ২৩ হাজার লিটার পানি দূষিত করতে যথেষ্ট। পারদ মানবদেহের মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, লিভার, কিডনি ইত্যাদি অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি করে। গর্ভের সন্তানের বিকলাঙ্গতা, মস্তিষ্কের ত্রুটিপূর্ণ গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, হৃদরোগসহ নানা জটিল রোগের উপসর্গ সৃষ্টি করে।

বর্তমানে এলইডি বাল্ব ব্যবহারে দুটি প্রধান সমস্যা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞ জিয়াউর রহমান খান। তাঁর মতে, এলইডির দাম বেশি ও সহজে পাওয়া যায় না। ক্রমান্বয়ে প্রযুক্তি সহজলভ্য হলে উৎপাদন বাড়বে।

সাশ্রয়ী বলে বিক্রি করা বাল্বে বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষা হচ্ছে কি না, সেদিকে সরকারকে নজর দেওয়ার পরামর্শ দেন এ বিশেষজ্ঞ।

রাজধানীর বিভিন্ন দোকান ঘুরে দেখা যায় , একেক কোম্পানির বাল্ব একেক দামে বিক্রি হচ্ছে। এ ছাড়া নামে-বেনামে বিভিন্ন ব্র্যান্ড ও কোম্পানির বাল্ব বাজারে রয়েছে। সেগুলোর দাম ও মান নির্দিষ্ট নয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি