শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভাইরাসে কম্পিউটার আক্রান্ত পরিসংখ্যানে এক নাম্বারে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৬

10.-Storm
ডেস্ক রিপোর্টঃ

প্রযুক্তি নিরাপত্তা পণ্য উৎপাদন গবেষণা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি সর্বশেষ রির্পোটে ভাইরাসে কম্পিউটার আক্রান্ত হওয়ার পরিসংখ্যানে বাংলাদেশ আছে এক নাম্বারে। তাই সাইবার নিরাপত্তার কৌশল নিয়ে উদ্বেগ বেড়েছে ।

সে লক্ষে আর্থিক খাতে আইডি নিরাপত্তা শক্তিশালি করা হচ্ছে। সেইসাথে  অপরাধি শনাক্তে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খসড়া প্রণয়ন করছে সরকার। গঠন করা হবে আলাদা সাইবার সিকিউরিটি এজেন্সিও।

ক্যাসপারস্কি পরিসংখ্যানে বলা হয় বাংলাদেশে ব্যবহৃত ৬০ ভাগ কম্পিউটার বিপদজনক ভাইরাসে আক্রান্ত। আর দশ শতাংশ স্মার্ট ফোন ব্যবহারকারী নিয়মিতই মেলওয়ার আক্রমনের শিকার হচ্ছে। এমন আশঙ্কার মধ্যে তথ্য প্রযুক্তি খাতের নিরাপত্তা বেষ্টনি নতুনভাবে গড়ে তুলতে চায় সরকার ।

আইটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলে, ইতিমধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ড্রাফ্ট করেছি অল্প দিনের মধ্যেই সেটি আমরা ক্যাবিনেটে নিয়ে আসবো। এবং এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে আমাদের সাইবার সিকিউরিটি বৃদ্ধির জন্য আমাদের পরিকল্পনা আছে যে এটি আধুনিক মানের ফরেন্সিক ডিজিটাল   ল্যাব হবে। তবে শুধু আইন তৈরি নয় এর বাস্তবায়ন আর প্রয়োগের সক্ষমতা চান প্রযুক্তিবিদরা।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজম্যান্টের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে নব্বই শতাংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রযুক্তি নির্ভর আর্থিক লেনদেন করছে । তাই এই প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিইতই এখন সংশ্লিষ্টদের দাবি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি