বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রিজার্ভ চুরিতে দায়ী ব্যাংককে শাস্তি দেবে ফিলিপাইন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৬

images46ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের কোন আর্থিক প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করে থাকলে তাদের শাস্তির মুখোমুখি করা হবে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। আগামি মে মাসের শুরুর দিকে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া বলে জানান ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের ডিপুটি গভর্নর নেস্টোর ইসপেনিল্লা। – ব্লুমবার্গ।

গত শনিবার দক্ষিণ ম্যানিলায় এক সাক্ষাতকারে ইসপেনিল্লা বলেন, যদি এখানে বাস্তবেই কোন গুরুতর বিধি লঙ্ঘনের ঘটনা ঘটে, তাহলে সংশ্লিষ্ট ব্যাংককে দ-িত করা হতে পারে। তাদের জরিমানা দিতে হতে পারে অথবা সংশ্লিষ্ট ব্যবসা বন্ধ বা কমিয়ে দেয়া হতে পারে।

দায়ী ব্যাংক অথবা ব্যক্তিদের নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে তিনি তিনি বলেন, ব্যাংকের বোর্ড অব ডিরেক্টর থেকে শুরু করে শাখা ব্যবস্থাপক যাকেই জড়িত পাওয়া যাবে তাকেই শাস্তি দেয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনে (আরসিবিসি) স্থানান্তর করা হয়। এ নিয়ে দেশটির সিনেটে এ পর্যন্ত চারবার শুনানি অনুষ্ঠিত হয়েছে। সিনেট তদন্ত কমিটির শুনানিতে আরসিবিসির প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপকের স্বাক্ষ্য নেয়া হয়েছে। আরসিবিসি থেকে এসব টাকা রেমিটেন্স কোম্পানি ফিলরেমে পাঠানো হয়। পরে সেখান থেকে রিজার্ভের টাকা কমপক্ষে দুটি ক্যাসিনোতে পাঠানো হয়। চুরির বেশিরভাগ টাকা এখনও নিখোঁজ রয়ে গেছে।

ইসপেনিল্লা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত প্রতিবেদন অ্যান্টি-মানি লন্ডারিং কাউন্সিলে (এএমএলসি) পাঠানো হবে। পরে এএমএলসি তা নিজস্ব তদন্ত করবে।

ব্যাংকিং খাতে অস্থিতিশীলতার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজন কত সংখ্যক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে তার সিদ্ধান্ত নেয়া। কারণ ব্যাংকিং খাতে স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিবেদন প্রকাশে ভারসাম্য প্রয়োজন।

সমস্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হলে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর বিরুপ প্রভাব ফেলতে পারে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে জনগণ অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে পারে। যা বড় সমস্যা তৈরি করতে পারে।

গেল ১২ এপ্রিল সিনেটের পাঁচ ঘণ্টার শুনানিতে আরসিবিসির প্রেসিডেন্ট লরেঞ্জো তান বলেন, চুরির ঘটনায় ব্যাংকের দায়বদ্ধতা পাওয়া গেলে যে পরিমাণ টাকা উদ্ধার করা সম্ভব হবে না রিজাল ব্যাংক তা পরিশোধ করবে।

শুনানিতে চীনা ক্যাসিনো ব্যবাসায়ী কিম অং বলেছেন, ৩১ মার্চ পর্যন্ত তিনি প্রায় ৫.৫ মিলিয়ন ডলার ফিলিপাইনের অ্যান্টি মানি-লন্ডারিং কাউন্সিলে ফেরত দিয়েছেন। এ টাকা তিনি দুই চীনা নাগরিকের কাছ থেকে নিয়েছেন বলে জানান। এছাড়াও তিনি আরও ৪৫০ মিলিয়ন পেসো(৯.৮ মিলিয়ন ডলার) ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, এ টাকা তিনি এ দুই চীনার মধ্যে একজনের কাছ থেকে ধারের পাওনা হিসেবে নিয়েছেন।

অং ২৯ মার্চের সিনেট শুনানিতে কমিটিকে বলেন, ফিলরেমে এখনও ১৮ মিলিয়ন ডলার গচ্ছিত আছে। তবে ফিলরেমের প্রেসিডেন্ট সালুদ বাতিস্তা এ টাকা থাকার কথা অস্বীকার করেন। তিনি জানান, চুরির ৮১ মিলিয়ন ডলারের সব অং গ্রুপের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিপুটি গভর্নর বলেন, অবৈধ অর্থ ফিলিপাইনে আসা বন্ধ করতে আমাদের আর্থিক পদ্ধতিকে যতটা সম্ভব অনাকর্ষণীয় করতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি