শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফিলিপাইনে নির্বাচন, রিজার্ভের টাকা ফেরতে অনিশ্চয়তা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০১৬

160329062243_senator_philipines_640x360_bbc_nocredit-400x225
ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের রিজার্ভের চুরি যাওয়া টাকা উদ্ধারের বিষয়ে ফিলিপাইন সিনেটে ষষ্ঠ শুনানি আজ (মঙ্গলবার)। এরই মধ্যে ৫ টি শুনানি হয়ে গেছে। আজকে শুনানির পর আরেকটি শুনানি আছে।

সপ্তম শুনানির পর আগামী ৯ই মে পিলিপাইনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যদি রাজনৈতিক পট পরিবর্তন হয় তাহলে বাংলাদেশের যে টাকা পাওয়ার কথা সেটা অনেকটা অনিশ্চিত হয়ে যাবে বলে ফিলিপাইনের বিভিন্ন কর্মকর্তারা জানিয়েছেন।

কারণ এখন সিনেটে লিবারেল পার্টি ক্ষমতাসীন আছেন তারা টাকা ফেরত দেওয়ার ব্যাপারে যতটা আন্তরিক অন্যরা ততটা আন্তরিক কিনা সেটা নিয়ে সংশয়ের কথা বলা হয়েছে।

এই শুনানিতে ক্যাসিনোর মালিক থেকে শুরু করে, সংশ্লিষ্ট ব্যাংক ম্যাসেজার, ্ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডাকা হয়েছে। এখানকার রেওয়াজ হচ্ছে অভিযুক্ত ব্যক্তি সরাসরি উত্তর দেন না। অভিযুক্তের পক্ষে তার আইনজীবী সব উত্তর দেন। কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় সরাসরি প্রশ্ন করলে তারা উত্তর দিতে বাধ্য থাকে।

সিনেট অধিবেশন একটি বিশেষ অধিবেশন। এখানে একটি তদন্ত কমিটি আছে। এই তদন্ত কমিটির একজন প্রধান আছে। প্রধানের নেতৃত্বে একটি পর্ষধ আছে। তারা বিভিন্নভাবে অভিযুক্তদের প্রশ্ন করেন এবং এই প্রশ্নের মাধ্যমে তারা কিভাবে টাকা নিয়েছেন, কার কাছে টাকা রেখেছেন, কিভাবে টাকা খরচ হয়েছে সেগুলো জানার চেষ্টা করেন। অতীতে কয়েকজনের কাছ থেকে স্পষ্ট বক্ত্যব দিয়েছেন। তারা চুরি যাওয়া টাকা ফেরত দেওয়ার কথা অঙ্গীকার করে গেছেন।

সেই হিসাবে বাংলাদেশের এখানকার দূতাবাস মনে করছে বাংলাদেশ থেকে যে টাকা চুরি হয়েছে তার একটা বড় অংশ ফেরত আনা সম্ভব হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি