বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সরকার একটি অপরাধ ঢাকতে আরও একটি অপরাধ করে : শামা ওবায়েদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৬

sama2-400x283
ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার একটি অপরাধ ঢাকার জন্য আরও একটি অপরাধ করে থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সোমবার দৈনিক আমাদের অর্থনীতি কার্যালয়ে আয়োজিত নিয়মিত বৈঠকে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় অন্যদের মধ্যে আমাদের অর্থনীতি সম্পাদক নাঈমুল ইসলাম খান, ভারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টি এবং নির্বাহী সম্পাদক বিশ্বজিৎ দত্ত উপস্থিত ছিলেন।

শামা ওবায়েদ বলেন- আমরা শুনেছি, তনু হত্যার ঘটনা সামনে আসায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা ঢাকা পড়ে যায়। এভাবে অতীতে অনেক ঘটনা অপর ঘটনাতে ঢাকা পড়েছে। কিন্তু এতে বড় অপরাধ আরো হচ্ছে বলেই মন্তব্য করেন শামা ওবায়েদ।

বিএনপির এ সাংগঠনিক সম্পাদক দাবি করেন, বিএনপির আমলে সংখ্যালঘু নির্যাতন তুলনামূলকভাবে কম হয়। আওয়ামী লীগের আমলেই সংখ্যালঘু নির্যাতন বেড়ে যায়। আর বিএনপি চেষ্টা করে নির্যাতিতদের পাশে দাঁড়াতে।

শামা ওবায়েদ বলেন, বিএনপির আন্দোলন পজেটিভ। কিন্তু সরকারের কারণে তা নেগেটিভ হয়ে যায়। বিএনপির সঙ্গে জামায়াত জোটের ভবিষ্যৎ সম্পর্কে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, জামায়াতকে আগামীতে বিএনপি জোটে রাখবে কি-না, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ অন্যরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি