বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৬ কোটি ১২ লাখ ৮৮ হাজার


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০১৬

interjection-400x267
ডেস্ক রিপোর্টঃ

দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি অতিক্রম করল। গত একবছরে ইন্টারনেট  গ্রাহক সংখ্যা ৩৮ শতাংশ বেড়ে ৬ কোটি ১২ লাখ ৮৮ হাজার এ দাঁড়িয়েছে। মার্চ মাস শেষে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়,  ২০১৫ সালের মার্চে  ৪ কোটি ৪৪ লাখ ৬২ হাজার মানুষ ইন্টারনেট সেবা নিতেন এই হিসেবে গ্রাহক বেড়েছে প্রায় ৩৮ শতাংশ।

বিটিআরসি বলছে , ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই এই সেবা নিচ্ছেন মোবাইলফোন নেটওয়ার্কের মাধ্যমে।

সম্প্রতি ইন্টারনেট সেবাদানকারী  প্রতিষ্ঠান আইএসপিওটিএসপিআর এর গ্রাহক বাড়লেও ওয়াইম্যাক্স ইন্টারনেটে আগ্রহ হারাচ্ছেন গ্রাহকরা।

জানুয়ারিতে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল ৫ কোটি ৬১ লাখ ্এবং এই সংখ্যা ফেব্রুয়ারিতে হয় ৫ কোটি ৮৩ লাখ।

মোবাইল ইন্টারনেটের গ্রাহক বাড়লেও দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১৩ কোটির ঘরে পৌঁছে একটু একটু  করে কমতে শুরু করেছে।

মার্চে দেশে ৬টি অপারেটরে মোট ১৩ কোটি ৮ লাখ ৮১ হাজার গ্রাহক রয়েছে । ডিসেম্বরেও এর সংখ্যা ছিল ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি