শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ধস নেমেছে আইফোনের বিক্রিতে


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০১৬

iphone-400x266
ডেস্ক রিপোর্টঃ

এ বছরের প্রথম চতুর্ভাগে বিশ^খ্যাত সংস্থা অ্যাপলের আইফোনের বাজারে বেশ বাজেভাবেই ধস নেমেছে। ট্রেন্ডফোর্স নামের এক রিসার্চ ফার্মের জরিপে এমনটাই জানা যায়। অ্যাপল মোট ৪২ মিলিয়ন আইফোন বাজারে ছাড়ে, যা গত বছরের প্রথম চতুর্ভাগের চাইতে ৪৩.৮% কম। গত বছর এ সময় অ্যাপল ৫৫ মিলিয়ন আইফোন বাজারে ছাড়ে।

ট্রেন্ডফোর্স আরও জানায়, অ্যাপলের নতুন মডেল আইফোন ৬এস এর বিক্রিতে এমন ঘাটতির মূল কারণ এতে আকর্ষণীয় নতুন ফিচারের অভাব। অ্যাপল নিজেদের নতুন কোনো পণ্য বাজারে ছাড়ার বেলাতে, বিশেষ করে স্মার্টফোনের বেলাতে অনেক রক্ষণশীল। এসব কারণে আগের বছর শেষ চতুর্ভাগে যেখানে অ্যাপল বাজারে ২০.৯% শেয়ার দখল করেছিল, এবার ২০১৬ সালের প্রথম চতুর্ভাগে তা কমে ১৪.৪% হয়েছে। শুধু তাই নয়, আগের বছর প্রথম চতুর্ভাগেও ১৯.৯% শেয়ার ছিল অ্যাপলের।

নতুন এসব তথ্য ঠিক এমন সময়ে প্রকাশিত হল, যখন কিনা অ্যাপল তাদের নতুন পণ্য আইফোন এসই বাজারে ছাড়ার প্রস্ততি নিচ্ছে। ৪ ইঞ্চি পর্দার এ আইফোনটি অ্যাপলের অন্যান্য আইফোনের চাইতে তুলনামূলক কম দামে বাজারজাত করার কথা ভাবা হচ্ছে, যাতে চলতি বাজারের কমদামী পণ্যের প্রতি আকৃষ্ট ক্রেতারাও এটা কিনতে আগ্রহ পায়। তবে ট্রেন্ডফোর্স, যাদের অফিস রয়েছে চিনের বেইজিং আর শেনজেনে, মনে করছে অ্যাপলের জন্য নতুন এ পণ্য কেনার বেলায় চীনের বাজারের ক্রেতাদের আকৃষ্ট করাটা বেশ কঠিনই হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি